India Bangladesh News: কড়া নজর রাখছে ভারত…! বাংলাদেশে পাকিস্তান বিদেশ সচিবের সফর নিয়ে মুখ খুলল দিল্লি

India Bangladesh News: কড়া নজর রাখছে ভারত…! বাংলাদেশে পাকিস্তান বিদেশ সচিবের সফর নিয়ে মুখ খুলল দিল্লি

দু’দেশের সীমান্ত সংক্রান্ত কিছু চুক্তি খারিজ করার প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব‍্যের পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সোয়াল।

ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক

নয়াদিল্লি : দু’দেশের সীমান্ত সংক্রান্ত কিছু চুক্তি খারিজ করার প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব‍্যের পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সোয়াল।

তিনি বলেন, “আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে ডিজি পর্যায়ে আলোচনা করবে বিএসএফ-বিজিবি। আমরা আশা রাখছি, দুই দেশের সম্মতিতে থাকা সব মউ এবং চুক্তিগুলিকে যথাযথ সম্মান জানানো হবে।”

তিনি আস্বস্ত করে বলেন, “সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ সম্মতিতে চলে আসা মউ এবং এগ্রিমেন্ট দুদেশের পারস্পরিক সম্পর্ক বিশেষত দু’দেশের নিরাপত্তা এবং বাণিজ‍্যকে সহযোগিতা করে। আমরা আশা করব দু’দেশের পারস্পরিক সম্মতিতে হওয়া মউ এবং এগ্রিমেন্টকে ডিজি লেবেল বৈঠকে সম্মান জানানো হবে।

বাংলাদেশে পাকিস্তান বিদেশ সচিব এবং আইএসআই চিফের ভিজিটের বিষয়টি কীভাবে দেখছে ভারত? প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সোয়াল বলেন, আমাদের পড়শি দেশের এই ডেভেলপমেন্টের দিকে কড়া নজর রাখছি। ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে।”