Grammys 2025: গ্র্যামির ‘রেড কার্পেট’-এ ধুন্ধুমার, ক্যামেরার সামনে ‘নগ্ন’ র‍্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট-এর স্ত্রী বিয়াঙ্কা

Grammys 2025: গ্র্যামির ‘রেড কার্পেট’-এ ধুন্ধুমার, ক্যামেরার সামনে ‘নগ্ন’ র‍্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট-এর স্ত্রী বিয়াঙ্কা

রবিবার গ্র্যামির রেড কার্পেটে স্বামীর সঙ্গে হেঁটে আসছিলেন বিয়াঙ্কা। গায়ে কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসেই ‘বোমা ফাটালেন’ সুন্দরী! আচমকা সরিয়ে দিলেন  পরণের কোট

Kanye West’s wife Bianca Censori shocks with nude outfit

লস অ্যাঞ্জেলস: ফের বিতর্কে আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট। রবিবার, গ্র্যামির মঞ্চে স্বস্ত্রীক হাজির ছিলেন র‍্যাপার,আর সেখানেই ধুন্ধুমর কাণ্ড! রেড কার্পেটে সবাইকে চমকে দিলেন গায়কের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি।

তবে গোড়া থেকেই বলা যাক! রবিবার গ্র্যামির রেড কার্পেটে স্বামীর সঙ্গে হেঁটে আসছিলেন বিয়াঙ্কা। গায়ে কালো পশমের কোট। আলোকচিত্রীদের সামনে এসেই ‘বোমা ফাটালেন’ সুন্দরী! আচমকা সরিয়ে দিলেন  পরণের কোট। নিমেষে ঝলসে উঠল অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ-লাইট। আলোকচিত্রীদের সামনে নগ্ন অবস্থায় ধরা দিলেন কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি!

জানা যায়, অনুষ্ঠানে নাকি দেখা যায়নি আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট ও স্ত্রী বিয়াঙ্কা সেনসরি-কে। নিরাপত্তারক্ষীরা নাকি তাঁদের রেড কার্পেট থেকেই বাইরে নিয়ে চলে যান। এও শোনা যাচ্ছে, রেড কার্পেটে নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তাঁর স্ত্রীর জেল ও জরিমানা হতে পারে। লস অ্যাঞ্জেলসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীন ভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে। কানইয়ের স্ত্রীর এ ক্ষেত্রে ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭,০০০ টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।ঠিক কী কারণে এহেন আচরণ বিয়াঙ্কা সেনসরির? সেটা অবশ্য স্পষ্ট জানা যায়নি।

ঠিক কী হয়েছিল? জানা যায়, লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো.কম অ্যারেনায় আসেন কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা। ওয়েস্টের পরণে ছিল কালো জামা আর তাঁর ‘সিগনেচার’ কালো চশমা। বিয়াঙ্কা অতীতে  আর্কিটেক্ট ছিলেন, বর্তমানে জনপ্রিয় মডেল। তাঁর গায়ে ছিল কালো পশমের একটি কোট। আচমকাই ক্যামেরার সামনে কোটটি খুলে ফেলেন তিনি।

দিন কয়েক আগেই স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে বিতর্কের ঝড় তুলেছিলেন র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট। অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন বারবার। নিজের জন্মদিনে অতিথিদের অনাবৃত নারীশরীরের উপর খাবার পরিবেশন করেছিলেন । কানইয়ের প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ান, বিচ্ছেদ হয় ২০২২ সালে । তার পর বিয়াঙ্কার সঙ্গে বিয়ে।