Viral Video: প্রকৃতিতে এমন অনেক ঘটনাই ঘটে যায় যা দেখে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। চোখের সামনে দেখেও মনে প্রশ্ন জাগে এ ঘটনা আদৌ সত্যি তো? সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।
রাতে বাচ্চার জন্ম দিল মহিষ, সকালে দেখেই থ গোটা গ্রাম! এ কীভাবে সম্ভব? সবার মুখে কেন এই একটাই প্রশ্ন?
প্রকৃতিতে এমন অনেক ঘটনাই ঘটে যায় যা দেখে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। চোখের সামনে দেখেও মনে প্রশ্ন জাগে এ ঘটনা আদৌ সত্যি তো? সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের একটি গ্রামের ভিডিও শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে এক অদ্ভুত দাবি করেছে একটি পরিবার। পরিবারের দাবি, তাদের পোষ্য মহিষটি রাতে সন্তান প্রসব করে। সকালে উঠে পরিবারের লোকজন দেখে মহিষের প্রসব করা ছোট্ট পশুটি কোনও মহিষ নয়!
সেটি হল বাছুর, অর্থাত্ ছোট্ট গরু। মহিষের সন্তান কীভাবে গরু তথা বাছুর হতে পারে? এই নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে মহিষের গর্ভ থেকে যে বাছুরটি এসেছে তার রং বাদামী। সে দেখতে গরুর বাছুরের মতো। মহিষের মালিক জানান, মহিষটিকে দেখে তিনিও অবাক হয়েছেন। কিন্তু এমনটা কি সত্যিই সম্ভব? কী বলছেন পশু চিকিত্সকরা?
পশু চিকিৎসকরা যদিও বলছেন, বাচ্চাটি দেখতে গরুর মতো হতে পারে কিন্তু এর বৈশিষ্ট্য হবে মহিষের মতো। অর্থাত্ ছোট অবস্থায় দেখতে গরুর মতো হলেও আসলে সেটি মহিষই।
(Feed Source: news18.com)