
ঢাকা: বাংলাদশের ক্রিকেট মানেই যেন বিতর্ক। এবার নারীদের ক্রিকেটের ফিক্সিংয়ের ছায়া। যার জন্য পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে গেলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অফস্পিনার সোহেলি আক্তার। আইসিসির দুর্নীতিদমন শাখার পাঁচটি ধারায় তাঁর বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার জন্যই এই মহিলা ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্বীকারও করেছেন।
সোহেলির বিরুদ্ধে অভিযােগ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁরই দলের সতীর্থ লতা মন্ডলকে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে ম্য়াচে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু লতা তা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন কোচ ও টিম ম্য়ানেজারকে। ম্য়ানেজারের থেকেই অভিযােগ পায় বিসিবি। এরপরই আইসিসির দুর্নীতি দমন শাখাকে জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে।
সোহেলির আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু ২০১৩ সালে। কিন্তু ১৩টি টি-টোয়েন্টি ম্য়াচের বেশি খেলা হয়নি সোহেলির। ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন।
কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। যে অভিযোগ সামনে এসেছে, তাতে জানা যাচ্ছে ২০১৭ সালে আইএফআইসি ব্যাঙ্কের শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন শাকিব। কিন্তু সসেই ঋণ সময়মত শোধ করতে পারছেন না তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাঙ্কের একাধিক নোটিশের পর ৪ কোটি ১৪ লক্ষ টাকার দুটো চেক দেওয়া হয় শাকিবের তরফ থেকে। কিন্তু যেই অ্য়াকাউন্টের চেক দেওয়া হয়েছিল, সেখানে কোনও টাকা ছিল না। শাকিবের ফার্মকে এরপর ফের ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও কিছু বদল হয়নি। টাকা শোধ করা হয়নি। এরপরই শাকিব ও তাঁর ফার্মের বাকিদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
গত সেপ্টেম্বরেই ইংল্যান্ডে শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ইসিবি তাঁকে নির্বাসিত করেছিল। নির্বাসন তোলার জন্য দ্বিতীয়বারের পরীক্ষাতেও ব্যর্থ হলেন শাকিব। কাউন্টি ক্রিকেটে রিপোর্ট হওয়ার পর লবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপরেই ইসিবি বোলার শাকিবকে নির্বাসিত করে। আইসিসির নিয়মবিধির ১১.৩ ধারা অনুয়ায়ী সেই কারণে তিনি আইসিসিসহ সমস্ত ক্রিকেট সংস্থার শীর্ষ স্তরের ক্রিকেটে বোলিং করা থেকে নির্বাসিত হন। অবৈধ বোলিং অ্যাকশনকে ঠিকঠাক করে বৈধ প্রমাণ না করা পর্যন্ত তাঁর বোলিং করা নিষিদ্ধই। সম্প্রতি যা রিপোর্ট, তাতে শাকিব নিজের দ্বিতীয় বোলিং টেস্টেও ব্যর্থ হয়েছেন।
(Feed Source: abplive.com)