‘জোট ছাড়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন’, উদ্ধবকে শর্ত একনাথের

‘জোট ছাড়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন’, উদ্ধবকে শর্ত একনাথের

মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) পালাবদলের সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। এ যেন একপ্রকার মহাসঙ্কট। সেই প্রেক্ষাপটেই এবার উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray ) শর্ত দিলেন একনাথ শিণ্ডে ( Eknath Shinde )। সাফ জানিয়ে দিলেন, ‘উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন। জোট ছাড়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে’।

টালমাটাল পরিস্থিতি

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলেও, বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষা ছেড়ে নিজের বাড়ি মাতোশ্রীতে ফিরে যান উদ্ধব ঠাকরে। বুধবার রাতে প্রথমে বড় বড় ব্যাগে জিনিসপত্র মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বার করে আনা হয়। তারপর একটি গাড়িতে মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়েন উদ্ধব ঠাকরে। আরেকটি গাড়িতে বেরোন উদ্ধব ঠাকরের স্ত্রী ও দুই ছেলে। এরপর পৌঁছন পৈত্রিক বাসভবন মাতোশ্রীতে। সোমবার রাতে শিবসেনার বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে ২৯ জন বিধায়ক বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকেই মহারাষ্ট্রের পরিস্থিতি টালমাটাল হয়ে ওঠে।

হুমকি শিণ্ডে গোষ্ঠীর

এরই মধ্যে মহারাষ্ট্রে শিবসেনায় আরও ভাঙনের হুমকি শিণ্ডে গোষ্ঠীর। ইতিমধ্যেই শিবসেনার ৪২ বিধায়ক-সহ ৪৯জন পক্ষে থাকার দাবি উঠেছে। এঁদের মধ্যে ৪২ জন শিবসেনার বিধায়ক, ৭ জন নির্দল, দাবি শিণ্ডে শিবিরের আরও বিধায়ক আসছেন, দাবি শিণ্ডে গোষ্ঠীর চিফ হুইপের। বিদ্রোহীদের ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শনও করে একনাথ-গোষ্ঠী। এদিকে বিধায়কের পরিসংখ্যান অনুযায়ী, এই পরিস্থিতি যদি সত্য হয় তবে পতনের মুখে উদ্ধব-সরকার।

বর্তমানে গুয়াহাটির হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা। সূত্রের খবর, বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন শিবসেনার ১৭ জন সাংসদ। একনাথ শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৯ জন বিধায়ক রয়েছেন। এঁদের মধ্যে ৭ জন নির্দল বিধায়ক। বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়বে বলে দাবি শিণ্ডে শিবিরের। সূত্রের খবর, শিণ্ডেকে উপ মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভা গড়তে পারে বিজেপি। সূত্রের খবর, নতুন দল গড়তে পারেন শিণ্ডে। তার জন্য প্রয়োজন ৩৭ জন বিধায়কের সমর্থন। এই সমর্থন থাকলে ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করা যাবে না। সূত্রের খবর, আজ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন শিণ্ডে।

অন্যদিকে, আজ মাতোশ্রীতে বৈঠকে বসেন আদিত্য ঠাকরে-সহ শিবসেনার ১৩ জন বিধায়ক। যদিও পদত্যাগের জল্পনা বাড়িয়ে এদিন প্রশাসনিক সচিবদের সঙ্গে বৈঠক বাতিল করেন উদ্ধব ঠাকরে। পাশাপাশি, এদিন মুম্বইয়ে নিজের বাসভবনে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।উদ্ধব সরকারের সঙ্কট নিয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি, দল এখনও শক্তিশালী। কয়েকজন বিধায়কের চলে যাওয়ায় তা ভাঙবে না।

(Source: abplive.com)