যত নষ্টের গোড়া Putin! দামী হল নুডলস

রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War News) প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। প্রথমে লেবানন, জার্মানি, ইতালি এবং স্পেন সহ ইউরোপের একাধিক দেশে জিনিসপত্রের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছিল। ইউরোপের বেশ কিছু দেশে রেশনের উপরও নানা বিধিনিষেধ জারি করা হয়েছিল। ঘরে রেশন মজুত করে রাখা নিষেধ করা হয়েছে বহু দেশে। আর এবার কোপ পড়ল নুডলসে (Noodles)। জানা গিয়েছে, ইউরোপ (Europe) ছাড়িয়ে এবার এশিয়ার (Asia) দেশগুলিতেও যুদ্ধে প্রভাব পড়তে শুরু করেছে। জাপানে দামী হল নুডলস।

Third World War: যে কোনও মুহূর্তে নিউক্লিয়ার হামলা! তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার
মোটা সবজির নুডলস জাপানে অত্যন্ত জনপ্রিয়। বছরের পর বছর ধরে ব্রেকফাস্টে এই মোটা সবজির নুডলস খেয়ে আসছেন জাপানের নাগরিকরা। রাশিয়াতেই এই ধরণের নুডলসের উৎপাদন হয় সবচেয়ে বেশি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই উৎপাদন কমিয়েছে। আর এর জেরে হু হু করে দাম বাড়ছে নুডলসের। রাশিয়া থেকে আমদানি সম্ভব হলেও শিপিংয়ের সময় বিস্তর সমস্যা দেখা দিচ্ছে। ১০ বছরে এই প্রথমবার জনপ্রিয় এই জাপানি নুডলসের দাম বৃদ্ধি পেল বলেই খবর। কেবলমাত্র নুডলসই নয়, জাপানে সোয়া সস, আটা, সবজি, মাছ সবকিছুরই দাম বৃদ্ধি পেয়েছে।

ক্যানসারে আক্রান্ত Vladimir Putin-এর অস্ত্রোপচার শীঘ্রই! দায়িত্ব সামলাবেন ঘনিষ্ঠ Nikolai Patrushev
এদিকে, ভ্লাদিমির পুতিন নাকি ক্যানসারে আক্রান্ত। আর কিছুদিনের মদ্যেই নাকি ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) পরিচালনার যাবতীয় দায়ভার থেকে অব্যাহতি নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বদলে সেই দায়িত্ব সামলাবেন তাঁরই নির্ভরযোগ্য অন্য কেউ। এমনটাই নাকি পাকা খবর রয়েছে সংবাদমাধ্যমে। সংশ্লিষ্ট ওই সূত্রেরই দাবি, পুতিনের ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে যে কানাঘুষো শোনা গিয়েছিল, তা একেবারেই সঠিক। খুব শীঘ্রই রোগ থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করা হবে।
ফোলা মুখ, থর থর করে কাঁপছে হাত! এ কোন Vladimir Putin?
সংশ্লিষ্ট সূত্রেরই দাবি, পুতিন পেটের ক্যানসারে ভুগছেন। পাশাপাশি, গত প্রায় ১৮ মাস ধরে তিনি পারকিনসন্সেও আক্রান্ত। চিকিৎসকরা নাকি অনেক আগেই তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, পুতিনই সময় চাইছিলেন। আগামী ৯ মে রাশিয়ায় বিজয় দিবস (Victory Day) পালিত হবে। পুতিন সেখানে উপস্থিত থাকতে চান। সুরতরাং, পুতিনের অস্ত্রোপচার হলেও আপাতত তা ৯ মে-র আগে হবে না বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি পুতিনকে দেখে মোটেও সুস্থ বলে মনে হচ্ছিল না। তাঁর মুখ, চোখ, ঘাড় স্বাভাবিকের তুলনায় অনেকটাই ফোলা বলে মনে হয়েছিল। যতক্ষণ তিনি চেয়ারে বসে ছিলেন, অস্থিরভাবে নিজের ডান পা নাড়াচ্ছিলেন। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।