Aradhya Bachchan I Love you: আরাধ্যার মুখে তিনটি শব্দ, কাঁপিয়েছে দশদিক, ভিডিও দাবানলের মত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Aradhya Bachchan I Love you: আরাধ্যার মুখে তিনটি শব্দ, কাঁপিয়েছে দশদিক, ভিডিও দাবানলের মত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কে তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি। ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যা সবসময়েই কোনও না কোনও ভাবে খবরের শিরোনামে উঠে আসে। মাত্র ১৩ বছর বয়সী অমিতাভ নাতনি এবার সংবাদ শিরোনামে আরও এক বিশেষ কারণে

অমিতাভ-আরাধায়-ঐশ্বর্য

মুম্বই: সম্পর্কে তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি। ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যা সবসময়েই কোনও না কোনও ভাবে খবরের শিরোনামে উঠে আসে। মাত্র ১৩ বছর বয়সী অমিতাভ নাতনি এবার সংবাদ শিরোনামে আরও এক বিশেষ কারণে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি, ভিডিও রীতিমত ভাইরাল হয়। অনেক সময়েই দেখা যায় আরাধ্যা তাঁর মায়ের হাত ধরেই ঘোরাফেরা করছে।

কিন্তু, নতুন এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ফোন হাতে নিয়ে আরাধ্যা একটি ভিডিও বানাচ্ছে। আর সেই ভিডিওই এখন রীতিমত ইন্টারনেট সেনসেশন।

এই ভিডিওতে দেখা যাচ্ছে আরাধ্যা একটা কালো জামা পরে ভিডিও বানাচ্ছে। ভিডিও বানানোর সময় তাঁকে ভীষণ খুশি দেখাচ্ছিল। সেই সময় ভিডিওতেই তাঁকে কোনও এক নেটিজেন জিজ্ঞেস করেন আমি তোমাকে ভালবাসি আমি কি একটা উড়ন্ত চুমু (ফ্লাইং কিস) পেতে পারি?

এবার জানা যাক ওই ভিডিওতে কাকে আরাধ্যা চুমু দিয়েছিল? আদতে ওই ভিডিওতে যে নেটিজেন যে চুমু চেয়েছিল তিনি হলে ঐশ্বর্য রাই বচ্চন। তাঁকেই চুমু দিয়েছিলেন আরাধ্যা। আর ২০২৪ সালের সীমা অ্যাওয়ার্ড সেরেমনির ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়ে উঠেছে।