টোটোতে চেপে যাওয়ার সময় অপরদিক থেকে একটি দুরন্ত গতিতে বাইক আসার ফলে মুখোমুখি সংঘর্ষ হয় বাবুরহাট এলাকায়। এই দুর্ঘটনার বেড়ে টোটোটি উল্টে যায়, আহত হয় টোটোতে থাকা দুই মাধ্যমিক পরীক্ষার্থী।
আহত মাধ্যমিক পরীক্ষার্থী
উত্তর ২৪ পরগনা : মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত দুই ছাত্রী।মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে এবার দুর্ঘটনার কবলে দুই ছাত্রী। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হল কলকাতার একটি হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, এদিন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মিনাখাঁর বাসিন্দা তথা বামন পুকুর হাইস্কুলের এবার মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রী এদিন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাদের পরীক্ষা কেন্দ্র মিনাখার ধুতরদহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ে টোটোতে চেপে যাওয়ার সময় অপরদিক থেকে একটি দুরন্ত গতিতে বাইক আসার ফলে মুখোমুখি সংঘর্ষ হয় বাবুরহাট এলাকায়।
এই দুর্ঘটনার ফলেই টোটোটি উল্টে যায়। আহত হয় টোটোতে থাকা দুই মাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাদের অভিভাবক এবং স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মিনাখা হাসপাতালে নিয়ে .যায়। প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থার অবনতি হওয়ায় দুই পড়ুয়াকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ইতিমধ্যেই ওই ছাত্রীর দুই পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। পরীক্ষার আগেই এই পথ দুর্ঘটনার পাশাপাশি সুন্দরবন এলাকা থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে যেতে গেলেও কিছুটা সময় সাপেক্ষ।
যদিও হাসপাতালে পৌঁছানোর পরে অবস্থা স্থিতিশীল হলে পরীক্ষা নির্ধারিত সময়ের আগে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয় কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে পরীক্ষার দিনে, এভাবে বেপরোয়া লাগামহীন চলাচলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
জুলফিকার মোল্লা
(Feed Source: news18.com)