ICC Champions Trophy 2025 IND vs BAN: সব প্রতীক্ষার অবসান। টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতির এক বছরের কম ব্যবধানে আরও একটি আইসিসি ইভেন্ট জয়ের লক্ষ্যে নামছে ভারত। ম্যাচের আগে ঠিক কী কী জানালেন রোহিত।
দুবাই: সব প্রতীক্ষার অবসান। টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতির এক বছরের কম ব্যবধানে আরও একটি আইসিসি ইভেন্ট জয়ের লক্ষ্যে নামছে ভারত। ৮ বছর পর ফিরেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বেপ প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার দল যে প্রতিযোগিতায় যে কোনও পরিস্থির জন্য তৈরি সাফ করে দিয়েছেন হিটম্যান।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর থেকেই ফুরফরে মেজাজে রয়েছেন রোহিত শর্মা ও গোটা ভারতীয় দল। ট্রফি জয় নিয়ে এখন থেকেই না বেবে একটি একটি করে ম্যাচ নিয়ে এগোতে চান বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। মেগা ইভেন্টে নামাপ আগে দলের সকল পুরোপুরি ফিট থাকাটা বাড়তি স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন রোহিত শর্মা।
ম্যাচেক আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেছেন, “শামি একদম ফিট। কুলদীপের হার্নিয়া অপারেশনের পর ফিটনেস ফিরে পাওয়াটা দরকার ছিল। কে কটা উইকেট পেল সেটা মুখ্য ব্যাপার নয়, ছন্দে থাকা প্রয়োজন। ওদের পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট।” গিল ও শ্রেয়স যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে পারফর্ম তারও ভূয়সী প্রশংসা করেছেন রোহিত।
এছাড়াও রোহিত শর্মা দলে কেন পাঁচ জন স্পিনার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। ভারত অধিনায়ক মনে করেন তাঁর দলে ২ জন স্পিনার ও বাকিয়া স্পিনাপ-অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপে যে মানসীকতা নিয়ে দল খেলেছিব তেমনই খেলবে বলে জানিয়েছেন হিটম্যান। কোনওরকম চাপ না নিয়ে ম্যাচ ধরে ধরে এগোতে চান বলেও জানিয়েছেন রোহিত শর্মা।
(Feed Source: news18.com)