PT Teacher Recruitment: শারীরিক শিক্ষক পদে ৫ হাজারে বেশি শূন্যপদে নিয়োগ, আবেদন ঘরে বসে

PT Teacher Recruitment: শারীরিক শিক্ষক পদে ৫ হাজারে বেশি শূন্যপদে নিয়োগ, আবেদন ঘরে বসে

অনলাইনের মাধ্যমে করতে হবে।

পিটি শিক্ষক পদে আবেদন করতে গেলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে আবেদন করতে বলা হয়েছে। আর তা করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে হলে RSMSSB-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর সেই ওয়েবসাইটগুলি হল- rsmssb.rajasthan.gov.ইন এবং sso.rajasthan.gov.ইন। এই দুই লিঙ্কের মাধ্যমেই এই শূন্য পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে

শারীরিক শিক্ষক পদের জন্যে নিয়োগের জন্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তবে আবেদনের শেষ তারিখ ২২ জুলাই। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে।

রাজস্থানে শারীরিক শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে। মোট ৫৫৪৬ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে টিএসপি এলাকার 647টি এবং নন-টিএসপি এলাকার 4899টি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আবেদনের জন্যে আবেদনকারীকে মোট ৪৫০ টাকা আবেদন শুল্ক হিসাবে দিতে হবে। এমনটাই জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

বেতন-

বেতন-

পদগুলিতে নিয়োগ পাওয়ার পর, প্রার্থীদের ম্যাট্রিক্স লেভেল 10-এর অধীনে বেতন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ-

গুরুত্বপূর্ণ তারিখ-

অনলাইন আবেদনের শুরুর তারিখ – ২৩ জুন ২০২২

আবেদনের শেষ তারিখ – ২২ জুলাই ২০২২

নিয়োগের জন্য পরীক্ষার তারিখ – ২৫ সেপ্টেম্বর ২০২২

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

ক্লাস ১২ পাশ করতেই হবে আবেদনকারীকে। শুধু তাই নয়, C.P.Ed/D.P.Ed/B.P.Ed থাকা প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

আবেদনকারীকে বয়সসীমা -

আবেদনকারীকে বয়সসীমা –

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

(Source: oneindia.com)