স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন থেকেই ওই দোকানে অবৈধ কাজকর্ম চলছিল। শহরের বুকে কীভাবে এই কাজ চলে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীর একাংশ।
প্রণব বন্দ্যোপাধ্যায়, বহরমপুর: দোকানের ভিতরেই এক মহিলা কর্মীর সঙ্গে অবৈধ কাজকর্মের অভিযোগ দোকান মালিকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হল বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায়।
সূত্রের খবর, দোকানের ভিতরেই এক মহিলা কর্মীর সঙ্গে অবৈধ কাজকর্ম করছিল এক যুবক। সোমবার সন্ধ্যায় সেই অবৈধ কাজকর্ম ধরে ফেলেন দোকান মালিকের স্ত্রী। এরপরেই ওই মহিলা কর্মীকে দোকানের ভেতরে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে মহিলাকে আটক করে। ঘটনার পর থেকেই ওই দোকান মালিক পলাতক।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন থেকেই ওই দোকানে অবৈধ কাজকর্ম চলছিল। শহরের বুকে কীভাবে এই কাজ চলে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীর একাংশ।
(Feed Source: news18.com)