#নয়াদিল্লি: iPhone নিয়ে উৎসাহের অন্ত নেই সারা পৃথিবীতে। যাঁরা এই মুহূর্তে iPhone কেনার কথা ভাবছেন তাঁদের মধ্যে আবার তৈরি হচ্ছে দ্বন্দ্ব। অনেকেই বুঝতে পারছেন না এখনই iPhone 13 কিনে ফেলবেন। না কি আর কয়েকটা দিন অপেক্ষা করবেন iPhone 14 লঞ্চ করা পর্যন্ত! সম্প্রতি শোনা যাচ্ছে যে, iPhone 13-এ বিভিন্ন ধরনের আপগ্রেডেশন করেই লঞ্চ করা হতে চলেছে iPhone 14। সুতরাং বলাই যায়, iPhone 13-এর আপগ্রেডেড ভার্সন হল iPhone 14। এক নজরে দেখে নিন iPhone 13 এবং iPhone 14 এর সমস্ত খুঁটিনাটি। ফলে দ্বন্দ্ব নিরশন হলেও হতে পারে।
এখনই iPhone 13 কিনে ফেলার পক্ষে যুক্তি—
১. ডিজাইন—
আধুনিক iPhone 14-এর মডেলে ব্যবহার করা হতে চলেছে নচ। iPhone 14-তে ব্যবহার করা হবে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। iPhone 14 Max-এ ব্যবহার করা হবে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ রয়েছে হোল এবং পিল শেপড ডিসপ্লে। কিন্তু জানা যাচ্ছে, অ্যাপেল এই বছর লঞ্চ করতে পারে iPhone 14-এর Non Pro মডেল। সুতরাং iPhone 13-এর বদলে iPhone 14 কিনে খুব একটা বেশি লাভ হবে না। কারণ iPhone 13 এবং iPhone 14-তে ব্যবহার করা হয়েছে একই রকম ডিজাইন।
ক্যামেরা—
শোনা যাচ্ছে যে, iPhone 14 Pro মডেলে ব্যবহার করা হতে পারে ৫৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। iPhone 14-এ থাকতে পারে 12 মেগাপিক্সেলের সেন্সর যা iPhone 13 সিরিজেও রয়েছে। মনে করা হচ্ছে iPhone 14 সিরিজের ফোনের মাইনর ক্যামেরা উন্নত করা হতে পারে। এখনও iPhone 14-এর ক্যামেরা সম্পর্কে এমনই খবর পাওয়া গিয়েছে। সুতরাং iPhone 14-এর তুলনায় iPhone 13-এর ক্যামেরা খুব খারাপ এমন বলা যায় না।
চিপসেট—
A15 চিপসেট হল একটি আধুনিক মানের দ্রুত চিপ। মনে করা হচ্ছে iPhone 14-এ ব্যবহার করা হতে পারে এই আধুনিক এবং উন্নতমানের A15 চিপসেট। এ ছাড়াও iPhone 14 Pro মডেলে ব্যবহার করা হতে পারে A16 চিপসেট। সুতরাং iPhone 13 না কিনে iPhone 14 এর অপেক্ষা করার কোনও মানে হয় না। কারণ iPhone 13 তে রয়েছে A15 চিপ।
দাম—
তবে এখনই iPhone 13 কেনার কথা ভাবাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। দাম যদি ভাবনার বিষয় হয় তবে, iPhone 14 লঞ্চ করার জন্য অপেক্ষা করা উচিত। কারণ অ্যাপেল যখন তাদের নতুন iPhone 14 লঞ্চ করবে, তখন এক ধাক্কায় iPhone 13-এর দাম অনেকটাই কমে যাবে। একটা কথা সব সময় মাথায় রাখা প্রয়োজন যে, iPhone কেনার সব থেকে ভালো সময় হল সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস। কারণ অন্য সময়ের তুলনায় সেই সময় iPhone-এর দাম অনেকটাই কম থাকে। এ ছাড়া অ্যাপেলের তরফে সেই সময়ই লঞ্চ করা হয় নতুন iPhone। এর ফলে পুরনো iPhone-এর মডেল পাওয়া যায় অনেকটাই কম দামে।
iPhone 14-এর জন্য অপেক্ষার পক্ষে যুক্তি—
পিল শেপড পাঞ্চ হোল ডিসপ্লে—
iPhone 14-এর চারটি বেসিক মডেলের ডিজাইন iPhone 13-এর মতোই থাকতে পারে। কিন্তু, iPhone 14 Pro মডেলে ব্যবহার করা হতে পারে নতুন হোল এবং পিল ডিসপ্লে। অ্যাপেল iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারে নতুন ডিজাইন। সুতরাং যারা iPhone-এর Pro অপশন কিনতে চান, তাদের এই ফোনের জন্য অপেক্ষা করলে লাভ হবে।
অলওয়েজ অন ডিসপ্লে—
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে অ্যাপেলের ডিভাইসে এই ফিচার চালু করা হবে। এখন শোনা যাচ্ছে নতুন এই ‘অলওয়েজ অন ডিসপ্লে’ (Always on Display) ফিচার চালু করা হতে চলেছে iPhone 14-এ। এই ফিচারের মাধ্যমে ফোনের ডিসপ্লের একটি অপশন সবসময় অন থাকবে। সুতরাং এর মাধ্যমে সবসময় সময়, ওয়েদার রিপোর্টের মতো বেসিক কিছু জিনিস দেখতে কোনও অসুবিধা হবে না। অ্যাপেল ওয়াচে এই ফিচার রয়েছে। এ ছাড়াও Samsung, Xiaomi, OnePlus-এর ফোনে ব্যবহার করা হয়েছে এই ফিচার।
উন্নত ক্যামেরা—
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কুও (Ming-Chi Kuo) জানিয়েছেন যে, iPhone 14-এ ব্যবহার করা হতে চলেছে উন্নতমানের ক্যামেরা। iPhone 14-এর ক্যামেরা রেজোলিউশন বাড়ানো হতে চলেছে। iPhone 14 Pro-এ ব্যবহার করা হতে পারে প্রিমিয়াম ক্যামেরা, যাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এ ছাড়াও iPhone-এর প্রাইমারি লেন্সে ব্যবহার করা হতে পারে হাইয়ার রেজোলিউশন শট। মনে করা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে প্রথমবারের জন্য ব্যবহার করা হতে পারে অটোফোকাস।
iPhone 14 Max—
অ্যাপেল তাদের মিনি মডেল এক্সচেঞ্জ করার সুবিধা দিতে পারে ৬.৭ ইঞ্চির iPhone 14 Max-এর ক্ষেত্রে। এই অফার iPhone 14 Max ছাড়াও পাওয়া যেতে পারে iPhone 14 Pro Max মডেলে।