বাংলাদেশ: বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, বিপুল নিয়োগের আশা

বাংলাদেশ: বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, বিপুল নিয়োগের আশা

বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষিত যুবক যুবতীর নিয়োগ হতে চলেছে। বুধবার ২২ জুন, বাংলাদেশ স্থানীয় সময় বিকেল নাগাদ প্রকাশিত হল ৪৪তম বাংলাদেশ  সিভিল সার্ভিস পরীক্ষার প্রাথমিক স্তরের ফলাফল। এই স্তরে উত্তীর্ণ হতে পেরেছেন ১৫,৭০৮ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা হতে পারে আগামী অক্টোবর মাসে। এই পরীক্ষার মাধ্যমে ১,৭১০ জন আধিকারিক নিয়োগ করবে বাংলাদেশ সরকার। খবর বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে।

পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন হাজার ২৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছিল ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বাংলাদেশ সিভল সার্ভিসের  বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার মাধ্যমেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ স্তরের আধিকারিকরা নিয়োজিত হয়ে থাকে।

এই নিয়োগের পরিকল্পনা ও পদ্ধতিতে বাংলাদেশের বেকার শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। করোনা পরবর্তী সময়ে এই বিপুল পরিমাণ সরকারি নিয়োগের ফলে সরকারি পরিষেবাতেও গতি আসবে বলে আশাবাদী প্রশাসনের একাংশ।

(Source: hindustantimes.com)