WATCH | Mohammed Shami Ramzan Fast: রোজার মধ্যেই ড্রিংক! শামিকে ‘ক্রিমিনাল’ দাগালেন কে? এখন তোলপাড় নেটপাড়া…

WATCH | Mohammed Shami Ramzan Fast: রোজার মধ্যেই ড্রিংক! শামিকে ‘ক্রিমিনাল’ দাগালেন কে? এখন তোলপাড় নেটপাড়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১-২ নয়, পাক্কা ১৫ মাস পর আন্তর্জাতিক কামব্যাক করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বারবার চোট-আঘাতের জেরেই অস্ত্রোপচার এবং ক্রিকেটে ফেরার লড়াইতে চলে গিয়েছে প্রায় দেড়টা বছর। সেই শামি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ফুল ফোটাচ্ছেন। ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগরও, তবে মুসলিম কট্টরপন্থীদের চোখে আর সেসব কিছুই পড়ল না। তাঁদের চোখে ভারতীয় দলের তারকা বোলার এখন ‘ক্রিমিনাল’! রোজার মধ্যেই খেলার মাঝে ড্রিংক নেওয়ার অপরাধে শামিকে ‘পাপী’ও বলেছেন কেউ কেউ!

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার ভারত মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল। জবাবে ভারত ১১ বল হাতে রেখে ৪ উইকেটে মহাযুদ্ধ জিতে ফাইনালে চলে যায়। সেই ম্যাচে শামি ১০ ওভার বল করে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন! খেলার ফাঁকে নিজেকে চাঙ্গা রাখতে এনার্জি ড্রিংক গলায় ঢেলেছিলেন শামি। পবিত্র রমজান মাসেই শামি খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, খেলার চক্করে তা তিনি কী করে ভুলে যেতে পারেন! এই মর্মেই শামিকে তোপ দাগলেন ভারতের জামাত প্রধান শাহাবুদ্দিন রাজভি।

রাজভি এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘ইসলামে রোজা রাখা কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে সে পাপী। ক্রিকেটার মহম্মদ শামিও রোজা না রেখে পাপ করেছেন। তিনি একজন ক্রিমিনাল। যদি কোনও সুস্থ পুরুষ বা মহিলা ‘রোজা’ পালন না করে, তাহলে সে বড় অপরাধী। ভারতের বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব মহম্মদ শামি, ম্যাচ চলাকালীন জল বা অন্য কোনও পানীয় নিয়েছিলেন। মানুষ তা দেখেছে। তিনি খেলছেন মানেই তিনি সুস্থ। এই অবস্থায় তিনি রোজা পালন করেননি এবং এমনকী জলও পান করেছিলেন। শামি মানুষের মধ্যে ভুল বার্তা দিয়েছেন। রোজা না করে শামি অপরাধ করেছেন। তাঁর এটি করা উচিত হয়নি। তিনি একজন অপরাধী। তাঁকে ঈশ্বরের কাছেই জবাবদিহি করতে হবে।’

সুবহে সাদিকে অর্থাত্‍ ভোরের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার, ইন্দ্রিয় তৃপ্তি এবং সেই সঙ্গে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামি বিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা অবশ্য পালনীয় কর্তব্য। শামি এমন কাজ না করায় তাঁকে রেয়াত করছেন না কট্টরপন্থীরা…যদিও জাতীয় স্বার্থকে ধর্মের উপরে রাখায় শামিকে অনেকেই কুর্নিশ করেছেন নেটপাড়ায়।

(Feed Source: zeenews.com)