LEI vs IND Live: শুরু হয়েছে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ, লেস্টারশায়ারের স্কোর ২১৩/৭

LEI vs IND Live: শুরু হয়েছে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ, লেস্টারশায়ারের স্কোর ২১৩/৭
বৃষ্টির কারণে বন্ধ খেলা, ঢাকা হয়েছে পিচ

লাইভ আপডেটস


, লেখক Sanjib Halder

  • দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসের ডিক্লিয়ার করে লেস্টারশায়ারকে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের প্রথম থেকেই বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ শামি।  প্রথমে লেস্টারশায়ারের অধিনায়ককে সাজঘরে ফেরান পরে চেতেশ্বর পূজারাকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দেন।   

দ্বিতীয় দিনে নিজেদের ফিল্ডিং ও বোলিংকে দেখে নিতেই প্রথম ইনিংসের ডিক্লিয়ার করল টিম ইন্ডিয়া। শুরুতেই লেস্টারশায়ারকে ধাক্কা দেন মহম্মদ শামি।

24 Jun 2022, 07:41:42 PM IST

আবার বৃষ্টি শুরু হল, খেলা বন্ধ

দ্বিতীয় দিনের ৪৮ ওভার শুরু আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। তখন বল করতে শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময়ে বৃষ্টি আসে, তখনই পিচে ঢেকে দেওয়া হয়। এই মুহূর্তে লেস্টারশায়ারের স্কোর ২১৩/৭ রান। আর মাত্র ৩৩ রান পিছিয়ে রয়েছে তারা।

24 Jun 2022, 07:27:43 PM IST

আউট হলেন ঋষভ পন্ত

৮৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে বড় হিট করতে গিয়ে ক্যাচ আউট হলেন ঋষভ পন্ত।  ৪৫.৩ ওভারে জাদেজার শিকার হন পন্ত। লেঙ্কারশায়ারের স্কোর ২০৮/৭

24 Jun 2022, 06:55:38 PM IST

চার মেরে পঞ্চাশ করলেন পন্ত

চার মেরে পঞ্চাশ করলেন ঋষভ পন্ত। ৭৮ বলে তিনি করলেন ৫৭ রান। লেস্টারশায়ারের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি যেন একাই লড়াই করলেন।  চল্লিশ ওভার শেষে লেস্টারশায়ারের স্কোর ১৭০/৬ রান।

24 Jun 2022, 06:32:16 PM IST

লেস্টারশায়ারের ষষ্ঠ উইকেটের পতন

ম্যাচে প্রথম উইকেটের শিকার করলেন শার্দুল ঠাকুর। স্যাম ব্যাটেসকে আউট করলেন তিনি। ব্যাক্তিগত আট রান করে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্যাম। লেস্টারশায়ারের স্কোর ১৩৮/৬ রান। ক্রিজে লড়া

24 Jun 2022, 06:18:36 PM IST

ঋষি প্যাটেলকে আউট করলেন শামি

৪৬ বলে ব্যাক্তিগত ৩৪ রান করে হনুমা বিহারীর হাতে ক্যাচ দিয়ে মহম্মদ শামির শিকার হলেন ঋষি প্যাটেল। ১২৯ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হল লেস্টারশায়ারের। এদিন ম্যাচে নিজের তিন নম্বর উইকেটটি তুলে নিলেন শামি। প্রথম ইনিংসে ভারতের থেকে ১১৬ রানে পিছিয়ে রয়েছে লেস্টারশায়ার।

24 Jun 2022, 05:44:27 PM IST

১০০ রান টপকাল লেস্টারশায়ার

ঋষভ পন্ত ও ঋষি প্যাটেলের জুটিতে ১০০ রান ক্রস করল  লেস্টারশায়ার। ২৬ ওভারে লেস্টারশায়ারের স্কোর ১০৬/৪ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ব্রেকের পরে আবার শুরু হল খেলা।

24 Jun 2022, 05:04:09 PM IST

২৫ ওভারে লেস্টারশায়ারের স্কোর ৯৭/৪

৭১ রানে চার উইকেট হারান পরে লেস্টারশায়ারের ইনিংস সাবধানে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ পন্ত ও ঋষি প্যাটেল। দুজনেই দারুণ ছন্দে ব্যাটিং করছেন। ৩৬ বলে অপরাজিত ২২ রান করেছেন ঋষভ পন্ত। ২৮ বলে ২০ রান করে ব্যাট করছেন ঋষি প্যাটেল।

24 Jun 2022, 04:29:10 PM IST

দ্বিতীয় উইকেট পেলেন মহম্মদ সিরাজ

জোয়ে এভিনসনকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ২৬ বলে ২২ রান করে আউট হলেন এভিনসন।  লেস্টারশায়ারের স্কোর ১৭.৪ ওভারে ৭১/

24 Jun 2022, 04:09:56 PM IST

লেস্টারশায়ারের তৃতীয় উইকেটের পতন

লুইস কিম্বারকে ব্যাক্তিগত ৩১ রানে আউট করলেন মহম্মদ সিরাজ। লেস্টারশায়ারের সংগ্রহ ১৩.১ ওভারে ৪৪/৩ রান। সিরাজের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিম্বার। লেস্টারশায়ারের এই ওপেনার আউট হতে মাঠে নামেন ঋষভ পন্ত।

24 Jun 2022, 03:49:50 PM IST

১০ ওভারে লেস্টারশায়ার স্কোর ৩৪/২

১০ ওভার শেষে ৩৪ রান করে দুই উইকেট হারিয়েছে লেস্টারশায়ার। এখনও পর্যন্ত ভারতের হয়ে দুই উইকেট পেয়েছেন মহম্মদ শামি।

24 Jun 2022, 03:42:45 PM IST

চেতেশ্বর পূজারা শূন্য রানে আউট

মহম্মদ শামির বলে বোল্ড হলেন চেতেশ্বর পূজারা। সতীর্থকে আউট করেই পূজারার ঘাড়ের উপর উঠে সেলিব্রেশন করতে থাকেন মহম্মদ শামি। ৮.২ ওভারে  লেস্টারশায়ার স্কোর ২২/২ রান।

24 Jun 2022, 03:32:29 PM IST

রোহিতদের বিরুদ্ধে নামলেন পূজারা

লেস্টারশায়ার দলের ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। স্যাম এভান্স আউট হতেই লেস্টারশায়ারের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামলেন চেতেশ্বর পূজারা।

24 Jun 2022, 03:29:05 PM IST

লেস্টারশায়ারের প্রথম উইকেটের পতন

লেস্টারশায়ারের অধিনায়ককে আউট করলেন মহম্মদ শামি। মাত্র এক রান করে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন লেস্টারশায়ারের ওপেনার স্যাম এভান্স। লেস্টারশায়ার দলের ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়।

24 Jun 2022, 03:09:56 PM IST

২ ওভার লেস্টারশায়ার স্কোর ৭ রান

প্রথম ওভারে শামি সাত রান দেওয়ার পরে উমেশ যাদব নিলেন মেডেন ওভার। এখনও ২৩৯ রানে পিছিয়ে রয়েছে

24 Jun 2022, 03:07:35 PM IST

প্রথম ওভারেই ৭ রান দিলেন শামি

দিনের প্রথম ওভারেই সাত রান দিলেন মহম্মদ শামি। লুইস কিম্বার নিলেন ৫ রান ও স্যাম এভান্স করলেন এক রান। একটি অতিরিক্ত রান দিলেন শামি। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন উমেশ যাদব।

24 Jun 2022, 03:00:13 PM IST

২৪৬/৮ রানেই ভারত ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা

ফিল্ডিং করতে নামল রোহিত অ্যান্ড কোম্পানি। ২৪৬ রানেই ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা করল ভারতীয় দল। দ্বিতীয় দিনে নিজের বোলিংকে দেখে নিতে চাইছে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মারা।

24 Jun 2022, 02:58:46 PM IST

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ

বৃষ্টি নেই। খেলা শুরু হতে কোনও অসুবিধা নেই। ক্রিকেটাররা মাঠে নামছেন।

24 Jun 2022, 02:18:17 PM IST

দেখুন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক

প্রথম দিনে টিম ইন্ডিয়ার হয়ে কেএস ভরত ছাড়া সেভাবে কেউই পারফর্ম করতে পারেননি। অন্যদিকে লেস্টারশায়ারের হয়ে নজর কেড়েছেন রোমান ওয়াকার। দেখে নিন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক।

24 Jun 2022, 02:00:17 PM IST

৭০ রানে অপরাজিত কেএস ভরত

৬০.২ ওভারে আট উইকেটে ২৪৬ রান করেছে টিম ইন্ডিয়া। রোহিত-কোহলিরা যেখানে বড় রান করতে পারেননি, সেখানে একা ভারতকে টেনে তুলছেন কেএস ভরত। এখন দেখার শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত কত রান করে।