ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনে বিভিন্ন পদে নিয়োগ, বেতন ১ লক্ষ টাকা

ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনে বিভিন্ন পদে নিয়োগ, বেতন ১ লক্ষ টাকা

#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের (Indian Weightlifting Federation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সায়েন্টিফিক সাপোর্ট স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

Indian Weightlifting Federation Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ জুলাই, ২০২২ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Indian Weightlifting Federation Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ফিজিওথেরাপিস্ট, বায়ো মেকানিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট এবং মাসায়ার পদে নিয়োগ করা হবে

Indian Weightlifting Federation Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে IWF-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://iwlf.in/ যেতে হবে।
তারপর এই https://docs.google.com/forms/d/1xgTTMwNKP4SY-tqp1fUXK_5Za7r-
e1uQYr_LW3divBo/edit লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1655897037_Advertisement%20for%20Scientific%20Support%20Staff.pdf করে দেখতে পারেন।

Indian Weightlifting Federation Recruitment 2022: বিস্তারিত বিবরণ

ফিজিওথেরাপিস্ট- ২টি পদ
বেতন: মাসিক ৬০,০০০ – ৮০,০০০ টাকা
যোগ্যতা: ফিজিওথেরাপিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি
কাজের অভিজ্ঞতা: ফিজিওথেরাপিস্ট হিসাবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা

বায়ো মেকানিস্ট- ১টি পদ
বেতন: মাসিক ১,০০,০০০ টাকা
যোগ্যতা: কোনও স্বীকৃত ভারতীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেকানিক্স/বায়োফিজিক্স/এমপিটি বায়োমেকানিক্স/স্পোর্টস সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি
কাজের অভিজ্ঞতা: কোনও স্বীকৃত রাজ্য / জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় (সরকারি বা বেসরকারি) দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা

স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এক্সপার্ট- ১টি পদ
বেতন: মাসিক ৬০,০০০– ৮০,০০০ টাকা
যোগ্যতা: স্পোর্টস এবং এক্সারসাইজ সায়েন্স/স্পোর্টস সায়েন্স/স্পোর্টস কোচিং বা এএসসিএ লেভেল-১ বা তার উপরে যে কোনও গ্র্যাজুয়েট/সিএসসিএস/ইউকে এসসিএ স্বীকৃত কোচ/ফিটনেস ট্রেনিং-এ ডিপ্লোমা বা সরকারি প্রতিষ্ঠান থেকে ফিটনেস ট্রেনিং-এর সার্টিফিকেট কোর্স
কাজের অভিজ্ঞতা: কোনও স্বীকৃত রাজ্য / জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় (সরকারি বা বেসরকারী) দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা

নিউট্রিশনিস্ট- ১টি পদ
বেতন: মাসিক ৬০,০০০–৮০,০০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমএসসি (ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স) /এম.এসসি. (ফুড সায়েন্স এবং নিউট্রিশন)/ এম.এসসি. (ফুড এবং নিউট্রিশিয়ান ডায়েটেটিক্স) ডিগ্রি থাকতে হবে
কাজের অভিজ্ঞতা: নিউট্রিশনিস্ট হিসাবে ন্যূনতম ৩ব ছরের কাজের অভিজ্ঞতা

সাইকোলজিস্ট- ১টি পদ
বেতন: মাসিক ৬০,০০০–৮০,০০০ টাকা
যোগ্যতা: কোনও স্বীকৃত ভারতীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজি/অ্যাপ্লাইড সাইকোলজি/ডেভেলপমেন্টাল সাইকোলজি/চাইল্ড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি
কাজের অভিজ্ঞতা: সাইকোলজিস্ট হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা

মাসায়ার- ১টি পদ (মহিলা)
বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা
যোগ্যতা: সরকার স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) উত্তীর্ণ হতে হবে। এছাড়াও মাসায়ার প্রোগ্রামে/মাসাজ/মাসাজ থেরাপি/স্পোর্টস মাসায়ারের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে
কাজের অভিজ্ঞতা: কোনও স্বীকৃত রাজ্য / জাতীয় স্তরের ক্রীড়া সংস্থায় (সরকারি বা বেসরকারি) দল বা খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন (Indian Weightlifting Federation)

পদের নাম ফিজিওথেরাপিস্ট, বায়ো মেকানিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট এবং মাসায়ার
শূন্যপদের সংখ্যা
কাজের স্থান ভারত
কাজের ধরন নিয়মিত পদ
নির্বাচন পদ্ধতি কিছু জানানো হয়নি
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতা
বেতনক্রম ফিজিওথেরাপিস্ট/ স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এক্সাপার্ট/ নিউট্রিশনিস্ট/ সাইকোলজিস্ট- মাসিক ৬০,০০০– ৮০,০০০ টাকা, বায়ো মেকানিস্ট- মাসিক ১,০০,০০০ টাকা, মাসায়ার- ১টি পদ (মহিলা)- মাসিক ৩৫,০০০ টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৭.০৭.২০২২

(Source: news18.com)