Soundarya Death Case: প্লেন ক্র্যাশে অভিনেত্রীর রহস্যমৃত্যু! ২২ বছর পর ভয়ংকর অপরাধের গন্ধ, কাঠগড়ায় জনপ্রিয় নায়ক…

Soundarya Death Case: প্লেন ক্র্যাশে অভিনেত্রীর রহস্যমৃত্যু! ২২ বছর পর ভয়ংকর অপরাধের গন্ধ, কাঠগড়ায় জনপ্রিয় নায়ক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী সুন্দরী সৌন্দর্যর (Telugu superstar Soundarya) মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড়। বিমান দুর্ঘটনায় অভিনেত্রী সৌন্দর্যের খুঁজে পাওয়া যায়নি দেহের অবশিষ্টাংশও। মৃত্যুর ২২ বছর পার, এবার সৌন্দর্যের মৃত্যুতে এবার নাম জড়াল বিখ্যাত অভিনেতার। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে তাঁর।

সৌন্দর্যর মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে। ১৭ এপ্রিল, ২০০৪ সালে বিমান দুর্ঘটনা ঘটে। ওই বিমান দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডিও মারা যান। প্রাণ যায় সৌন্দর্যের ভাইয়েরও।

৩১ বছর বয়সে প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে বিমান। এমনকী সেই সময় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন। এমনকী অভিনেত্রীর পরিবার তাঁর দেহ পর্যন্ত খুঁজে পায়নি।

মৃত্যুর আগে সবে বিজেপি-তে যোগদান করেছিলেন সৌন্দর্য। মৃত্যুর কয়েক মাস আগে বিয়েও সারেন তিনি। ২০০৩ সালে সফ্টওয়্যার এগজিকিউটিভ শ্রীধরকে বিয়ে করেন সৌন্দর্য।২২ বছর বাদে দক্ষিণী সুন্দরীর মৃত্যুর জন্য কাঠগড়ায় তেলুগু সুপারস্টার মোহনবাবু। একব্যক্তি স্থানীয় থানায় পুলিসের কাছে গিয়ে অভিযোগ করেন, কন্নড় অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে।

অভিযোগকারী ব্যক্তির দাবি, সৌন্দর্য হায়দরাবাদের জলপল্লি এলাকায় ৬ একর জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে তাঁর এবং মোহনবাবুর মধ্যে অনেকদিন ধরে গোলমাল চলছিল। ওই জমির উপর বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। এমনকী তা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই অমরনাথও। অভিযোগ, অবৈধ ভাবে ওই জমি দখল করেন মোহনবাবু। (Feed Source: zeenews.com)