Kerala Tourism: সামনেই লম্বা গরমের ছুটি, ডাকছে সবুজে ঘেরা কেরালা; অপেক্ষায় ‘ভগবানের আপন দেশ’…

Kerala Tourism: সামনেই লম্বা গরমের ছুটি, ডাকছে সবুজে ঘেরা কেরালা; অপেক্ষায় ‘ভগবানের আপন দেশ’…

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড (COVI-19) পরবর্তী সময়ে, ভারতের একাধিক ট্যুরিস্ট ডেস্টিনেশন হিমশিম খেয়েছে পর্যটকদের ফেরাতে! তবে চিত্রটা একেবারেই উল্টো ‘ভগবানের আপন দেশ’-এ। রাজ্য পুনর্গঠন আইন পাসের পর, ১ নভেম্বর ১৯৫৬ সালে মালাবার উপকূলবর্তী পর্যটন কেন্দ্র কেরালার জন্ম। ২০২২ সালের পর ২০২৩ সালে আরও বেশি পর্যটক গিয়েছেন সেখানে। হিসেব বলছে, গতবছর কেরালায় প্রথম সেমিস্টারেই (জানুয়ারি-জুন) এসেছেন ১ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ১৮১ জন! এই বছর সেই রেকর্ড ভেঙে যাবে বলেই আশাবাদী দক্ষিণ ভারতের সবুজে ঘেরা রাজ্য!

সামনেই গরমের ছুটি। কেরালায় তো আর ঘোরার জায়গায় অভাব নেই, আলেপ্পি, কোচি, থেক্কাডি, কুমারাকম, ত্রিশুর, মুন্নার, কোঝিকোড়, তিরুঅনন্তপুরম যেন শিল্পীর তুলিতে আঁকা। কেরালার পর্যটনমন্ত্রী পিএ মহম্মদ রিয়াজ বলছেন, ‘গরমের ছুটি দ্রুত এগিয়ে আসছে, আমরা স্কুল ছুটির দিনগুলির কথা মাথায় রেখেই পরিবারগুলিকে লক্ষ্য করেছি। দেশীয় পর্যটকদের সামনে নতুন ভাবে কেরালাকে তুলে ধরব।’ মন্ত্রী বলছেন যে, উত্তর কেরালা, বিশেষ করে ওয়ানাড়, বেকাল, কান্নুর এবং কোঝিকোড়েই তাঁদের পাখির চোখ। উন্নত পরিকাঠামো রয়েছে সেখানে। কম পরিচিত জায়গুলিতেও তিনি পর্যটকদের চাইছেন।

দেশ জুড়ে কেরালা তাদের পর্যটনের প্রচার চালাচ্ছে। গত ২৫ মার্চ মঙ্গলবার, মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল ‘কেরালা ট্যুরিজম পার্টনারশিপ মিট’, নির্বাচিত মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে কেরালা পর্যটনের নীলনকশা তুলে ধরা হল। পর্যটকদের টানতে কেরালা নতুন ও পুরনোর মিশেলেই এগিয়ে যাচ্ছে। সেখানকার নতুন আকর্ষণ বলতে থাকবে হেলি-ট্যুরিজম এবং সমুদ্র বিমান উদ্যোগ। এর পাশাপাশি কেরালার গর্ব করার মতো সমুদ্র সৈকত, হিল স্টেশন, হাউজবোট এবং ব্যাকওয়াটার তো রয়েছেই।

বিলাসিতা এবং অবসর যাপনের ঠিকানা কেরালা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের হাব হয়ে উঠছে সেই রাজ্য। সভা, প্রণোদনা, সম্মেলন এবং প্রদর্শনীর জন্যও কেরালা সারা দেশের মানুষের কাছে পছন্দের কেন্দ্র হিসাবে সামনে আসছে। অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র হিসেবে কেরালার অবস্থান আরও জোরদার করার লক্ষ্যে, চলতি বছর আন্তর্জাতিক সার্ফিং, প্যারাগ্লাইডিং এবং মাউন্টেন সাইক্লিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্যও তৈরি। ১৯-২৩ মার্চ ইডুক্কির ভাগামনে আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল রয়ছে এবং ২৮-৩০ মার্চ ওয়ানাডের মানন্তবাদীতে মাউন্টেন টেরেন বাইকিং চ্যাম্পিয়নশিপ (এমটিবি কেরালা ২০২৫) অনুষ্ঠিত হবে। ভ্রমণপ্রেমীদের জন্য হাউজবোট, ক্যারাভান স্টে, প্ল্যান্টেশন ভিজিট, জঙ্গল রিসোর্ট, হোমস্টে, আয়ুর্বেদ-ভিত্তিক সুস্থতা সমাধান, এবং পায়ে হেঁটে গ্রামাঞ্চল দেখা,সবুজ পাহাড়ে ট্রেকিং করার মতো একাধিক বিকল্প রয়েছে।

(Feed Source: zeenews.com)