বাংলাদেশঃ প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পেরোলেন শেখ হাসিনা!কত টাকার টোল দিতে হল জানেন?

বাংলাদেশঃ  প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পেরোলেন শেখ হাসিনা!কত টাকার টোল দিতে হল জানেন?

বাংলাদেশের সড়ক পরিবহন দফতর জানিয়েছে, পদ্মা সেতু পার হওয়ার জন্য মোটরসাইকেলে ১০০ টাকা, গাড়ি বা জিপের ক্ষেত্রে ৭৫০ টাকা, পিক-আপ ভ্যানের ক্ষেত্রে ১২০০ টাকা, মাইক্রোবাসের ১৩০০ টাকা, মিনিবাসের ১৪০০ টাকা, মাঝারি মাপের বাসের দু’হাজার টাকা, বড় বাসের জন্য ২৪০০ টাকা টোল লাগবে। এছাড়াও পাঁচ টন পর্যন্ত ট্রাকের ১৬০০ টাকা এবং পাঁচ থেকে আট টনের ক্ষেত্রে ২১০০ টাকা, আট থেকে এগারো টন ট্রাকের জন্য ২৮০০ টাকা টোল লাগবে। চার এক্সেল ট্রলারের ছয় হাজার টাকা এবং এর বেশি মাপের ট্রলারের ক্ষেত্রে প্রতি এক্সেলে ১৫০০ টাকা করে টোল লাগবে।

(Source: news18.com)