সুপারস্টার রাম চরণ
সম্প্রতি মুক্তি পাওয়া এস এস রাজামৌলীর ছবি আরআরআর-এ গোটা দেশ জুড়ে বেজায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এরই সঙ্গে দক্ষিণ ভারতে মুক্তি পাওয়া তাঁর ছবি আচার্যও হিট হয়েছে। এবং এই ছবিতে এতে রাম চরণকে তাঁর বাবা দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে আগামী বলিউড সিনেমায় এবার বিশেষ ভূমিকায় দেখা যাবে রাম চরণকে। সলমন খানের আগামী ছবি ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ তে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রাম চরণকে।
মেগাস্টার থালাপতি বিজয়
বলিউডের বাদশ শাহরুখ খানের আগামী ছবি জওয়ান-এর পোস্টার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। এই পোস্টারে বাদশা খানের একদমই আলাদা স্টাইল দেখা যাচ্ছে। শাহরুখ খানের ছবিতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা নয়নতারা। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে ‘বিস্ট’এর নায়ক সুপারস্টার থালাপথি বিজয়কেও জওয়ান ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
রশ্মিকা মান্দানা
পুষ্পা রাজের শ্রীবল্লী অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মান্দান্না হাতে এখন তিনটি বলিউড ছবি রয়েছে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’-তে অভিনয় করতে চলেছেন রশ্মিকা। এছাড়াও,তাঁকে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার সঙ্গে পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবিতে দেখা যাবে। রশ্মিকার তৃতীয় বলিউড ছবি ‘অ্যানিমেল’। এই ছবিতে তাঁকে রণবীর কাপুরের বিপরীতে দেখা যেতে চলেছে।
নাগা চৈতন্য
নাগা চৈতন্য এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। কয়েকদিন ধরেই দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। নাগা চৈতন্যকে আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য আমির খান নিজেই তার কাছে গিয়েছিলেন।
(Source: oneindia.com)