Man talked with deadbody: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব…

Man talked with deadbody: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুতে ৩৬ বছর বয়সী রাজেন্দ্র, তার স্ত্রীকে মেরে সুটকেসে ভরে! তারপর সারা রাত তাঁর মৃতদেহের পাশে বসে কথা বলেছেন। তারপর তা বাথরুমে লুকিয়ে রেখে শ্বশুরবাড়িতে ফোন করে তথ্যপ্রযুক্তি কর্মী(Techie)জানায়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে ৷ । মেরঠের রেশ এখনও কাটেনি তারমধ্যেই আরও এক হাড়হিম কাণ্ড বেঙ্গালুরুতে (Bengaluru)।

খেদেকর স্বীকার করেছেন যে, তার স্ত্রী গৌরী অনিল সাম্ব্রেকরকে (৩২) মারার পর তিনি সারারাত স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। মৃতদেহের সঙ্গে কথা বলে যান অনর্গল। তাদের সবসময় ঝগড়া, বেঙ্গালুরুতে তাদের চলে আসা, স্বামীর উপর তাঁর বিরক্তি এবং চাকরি খুঁজে পাওয়ার জন্য তাঁর স্ত্রীর সংগ্রাম সম্পর্কে একা একাই কথা বলে যান রাজেন্দ্র।

অভিযুক্ত রাকেশ রাজেন্দ্র খেদেকর বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ করতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে।

মূলত মহারাষ্ট্রের বাসিন্দা খেদেকর, হিটাচি সিস্টেমস ইন্ডিয়াতে সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে বাড়ি থেকে কাজ করার জন্য এক মাস আগে বেঙ্গালুরুতে এসেছিলেন। গৌরী তাঁর সঙ্গে আসার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং ব্যাঙ্গালুরুতে হন্যে হয়ে কাজ খুঁজছিলেন।

(Feed Source: zeenews.com)