
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজার মতন মাঝখানে বসে আছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) আর তাঁর চারিপাশে ঘিরে আছেন ঐশ্বর্য সেন, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, কাঞ্চন মল্লিক। কিন্তু হচ্ছেটা কী ? প্রথমেই ঐশ্বর্য সেন (Aishorjyo Sen) বললেন, ‘সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা।’ এইভাবেই সুকুমার রায়ের কালজয়ী কবিতা ‘গন্ধ বিচার’ কবিতা পাঠ করলেন ‘আমার বস’ (Aamar Boss) পরিবারের সদস্যরা। ছোট্ট-মিষ্টি একটি প্রতিবেদন রিলিজের আগে দর্শকদের উদেশ্যে উপহার দিলেন টিম ‘আমার বস’।
এবিষয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ‘গন্ধ বিচার’ সুকুমার রায়ের কালজয়ী কবিতাগুলোর মধ্যে একটি, যা আজও প্রাসঙ্গিক। ‘আমার বস’-এর প্রেক্ষাপট একটি কর্পোরেট অফিস, যেখানে বস রাজা আর তার মন্ত্রিপরিষদ তার কর্মচারীরা। এই কবিতার সঙ্গে ছবির ধারণাটা এতটাই মিলে যায় যে, আমাদের এই কবিতাটি স্মরণ করতেই হলো। তা ছাড়া, ‘আমার বস’-এ প্রচুর সুকুমার রায়ের কবিতার রেফারেন্স আছে এবং রাখীদি নিজেও স্ক্রিনে সুকুমার রায়ের কবিতা পাঠ করেছেন। সেই ভাবনা থেকেই ‘আমার বস’ টিমের এই ছোট্ট প্রয়াস। আশা করি, সকলের ভালো লাগবে।
এখানে মন্ত্রী হয়েছিলেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), পালোয়ান ‘ভীম সিং’ আভেরী সিংহ রায় (Avery Singha Roy) , ‘রামচরণ পাত্র’ উমা বন্দ্যোপাধ্যায় (Uma Banerjee) এবং ‘বৃদ্ধ নাজির’ কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। আগামী ৯মে আসছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখার্জীর ‘আমার বস’ (Aamar Boss) ছবি। ‘আমার বস’ ছবিতে মা-ছেলের সম্পর্কেই ধরা দেবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
৯ মে নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’ ছবিতে দেখা যাবে চলি পাড়ার বহু তারকাকে। এই ছবিতে স্বয়ং অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর সঙ্গে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা রাখি গুলজারকে। এসব ছাড়াও এই ছবিতে থাকছে আর একটি চমক, ছবির জন্য অনুপমের সুরে গান গাইতে দেখা যাবে প্রশ্মিতা পালকে।
(Feed Source: zeenews.com)