
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীকে অপর ২ পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্ত্রী! সেকারণেই স্ত্রীকে খুন করে খাটের বাক্সে লুকিয়ে ফেলে স্বামী! খাটের বাক্সের ভিতর থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ। হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির একটি ফ্ল্যাটে।
পুলিস ফ্ল্যাট মালিক বিবেকানন্দ মিশ্রকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে স্বামী আশিসকে। একইসঙ্গে অভয় কুমার নামে এক ড্রাইভারকেও গ্রেফতার করেছে পুলিস। তদন্তে উঠে এসেছে, এদের ৩ জনকেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন নিহত মহিলা। আর সেই কারণেই তাঁকে খুন করে অভিযুক্তরা। ধৃতরা নিজেদের অপরাধ কবুল করেছে বলেও খবর।
ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ আসার খবর পেয়েই ফ্ল্যাটে পৌঁছয় পুলিস। আর তারপরই ফ্ল্যাটের ভিতর খাটের বাক্স থেকে মেলে কম্বলে মোড়া এক মহিলার পচাগলা দেহ। মৃতার নাম অঞ্জলি। বয়স ৩৫ বছর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে জানা গিয়েছে, ২১ মার্চ অঞ্জলিকে লুধিয়ানায় তাঁর বাপের বাড়ি থেকে দিল্লির ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে এসে খুন করে স্বামী আশিষ।
এরপর তাঁদের পরিকল্পনা ছিল পালিয়ে যাওয়ার। কিন্তু ড্রাইভার অভয় গ্রেফতার হতেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। মেরঠ কাণ্ডের পর এই ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
(Feed Source: zeenews.com)