iPhone 17 Launch Date: লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের দাম, জেনে নিন কী কী বিশেষ ফিচার থাকবে! বাজারে আসবে কবে?

iPhone 17 Launch Date: লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের দাম, জেনে নিন কী কী বিশেষ ফিচার থাকবে! বাজারে আসবে কবে?

iPhone 17 ডিজাইন এবং ডিসপ্লে:

আশা করা হচ্ছে যে, iPhone 16-এর ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ ডিজাইন বজায় রাখছে Apple। তবে এর সাইজ অল্প বেড়ে হতে পারে ৬.৩ ইঞ্চি, ঠিক iPhone 16 Pro-র মতো। স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড হবে একটি ১২০ হার্ৎজের ProMotion রিফ্রেশ রেট। যা আগে Pro মডেলগুলির ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি আরও টেকসই করার জন্য Apple আনতে পারে একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং।

iPhone 17 সম্ভাব্য স্পেসিফিকেশন :

শোনা যাচ্ছে যে, iPhone 17 চালিত হবে Apple-এর পরবর্তী প্রজন্মের A19 চিপ দ্বারা। যা তৈরি করা হয়েছে উন্নত ৩এনএম প্রক্রিয়ার মাধ্যমে। এর পূর্বসূরির মতোই এতে থাকবে ৮জিবি RAM। তবে ব্যাটারিতে বড় পরিবর্তন হতে পারে বলে আশা। আর চিপসেট পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারে।

iPhone 17 ক্যামেরা আপগ্রেড:

অন্যতম বড় পরিবর্তন আসতে পারে সেলফি ক্যামেরায়। সিক্স এলিমেন্ট লেন্স-সহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আনতে পারে Apple। তবে রিয়ার ক্যামেরায় কোনও পরিবর্তন না-ও আসতে পারে।

iPhone 17 কালার অপশন:

ফাঁস হওয়া তথ্য বলছে যে, সাদা, কালো, নীল এবং গোলাপি রঙে মিলতে পারে iPhone 17। তবে লঞ্চের আগে আরও শেড অ্যাড করতে পারে সংস্থা।

iPhone 17 লঞ্চের দিনক্ষণ (সম্ভাব্য):

সাধারণত সেপ্টেম্বর মাসেই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করে Apple। ফলে আশা করা হচ্ছে যে, চলতি বছর ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যেই ডেবিউ করতে পারে iPhone 17 সিরিজ।

iPhone 17-এর সম্ভাব্য দাম :

মনে করা হচ্ছে যে, এর দাম হবে iPhone 16-এর মতোই। আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে আর ভারতে তা শুরু হবে ৭৯৯০০ টাকা থেকে।