SSC Recruitment Scam Case: ২০১৬ সালে নিয়োগ হওয়া গোটা প্যানেলই বাতিল করেছে সর্বোচ্চ আদালত। আর এই ঘটনার জেরে রাজ্যের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা।
উচ্চ মাধ্যমিকে পাঁচটি নতুন বিষয় যুক্ত হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ থেকে। (প্রতীকী ছবি)
কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। ২০১৬ সালে নিয়োগ হওয়া গোটা প্যানেলই বাতিল করেছে সর্বোচ্চ আদালত। আর এই ঘটনার জেরে রাজ্যের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা।
সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি বাতিলের জেরে জেলায় জেলায় একাধিক স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকের আকাল পড়েছে। তার জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক, ভলান্টিয়ার টিচার বা তিন-চারটে স্কুলকে একসঙ্গে নিয়ে ক্লাস্টার করে বিজ্ঞান বিভাগের শিক্ষক দিয়ে ক্লাস করানোর পরামর্শ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্যের শিক্ষানীতিতেই বলা রয়েছে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা। আমরা সেটাই বলছি স্কুলগুলিকে’।
স্কুলের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের সঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে কথা বলেছে সংসদ। পরামর্শ দেওয়া হচ্ছে ক্লাস্টার তৈরি করে বিজ্ঞানের ক্লাস নেওয়ার। বলা হয়েছে, ‘দয়া করে বিজ্ঞান বিভাগ বন্ধ করবেন না। প্রয়োজনে এই পদ্ধতি মেনে আপনারা ছাত্র-ছাত্রীদের ক্লাস নিন।’
রাজ্যজুড়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের ফোন করে এমনই বার্তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বিজ্ঞান বিভাগ না চালাতে পেরে সংসদে ফোন পাওয়ার পরেই সংসদের তরফে এই বার্তা দেওয়া হয়েছে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের। বর্তমানে উচ্চ মাধ্যমিকের মোট ছাত্রের ১৪ শতাংশ ছাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছেন। বিজ্ঞান বিভাগ স্কুলে বন্ধ করে দিলে ছাত্র-ছাত্রীদের সংখ্যা আরও কমে যাবে এই আশঙ্কাতেই আপাতত এই বার্তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)