নিজের কাছে করা কোন প্রতিশ্রুতি রক্ষা করেছেন শাহরুখ খান?‌ জানুন তাঁর সফলতার গল্প

নিজের কাছে করা কোন প্রতিশ্রুতি রক্ষা করেছেন শাহরুখ খান?‌ জানুন তাঁর সফলতার গল্প

News

oi-Moumita Bhattacharyya

বলিউডে ৩০ বছর কাটিয়ে দিলেন ইন্ডাস্ট্রির সুপারস্টার শাহরুখ খান। হিন্দি সিনেমার সিংহাসনে রীতিমতো রাজ করেছেন এসআরকে। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সফল ছবি। তবে আজকের এসআরকে হয়ে ওঠার পিছনে শাহরুখ খানের কঠোর সংঘর্ষ ও পরিশ্রমই দায়ী। ইন্ডাস্ট্রির সবাই সেকথা একবাক্যে স্বীকার করেন।

শাহরুখের সাফল্যের রাস্তা কঠিন থেকে কঠিনতম ছিল। কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়েছে তাঁকে। তিনিও ভয় পেয়েছেন, অসহায় বোধ করেছেন কিন্তু তারপরও এগিয়ে গিয়েছেন। একবার শাহরুখ বলেছিলেন, ‘‌নিজের ভয়কে নিয়ে বাঁচতে শিখলে, তোমার সঙ্গে হওয়া খারাপগুলোর সঙ্গেই খাবার হবে।’‌ শাহরুখের কেরিয়ারে সফল সিনেমার সংখ্যা এত যে তাঁর ফ্লপ ছবির দিকে আর কারোর নজর যায় না। তবে শাহরুখ মনে করেন, ব্যর্থতার মধ্যেই লুকিয়ে রয়েছে সফল থাকার রসদ। অনুপম খের সঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘‌সাফল্য ভালো শিক্ষক নয়। ব্যর্থতাই এক ব্যক্তিকে নম্র ও ভদ্র তৈরি করে।’‌

নিজের কাজে সারাক্ষণ খুঁত ধরতে ভালোবাসেন শাহরুখ এবং থাকেন খুব সাধারণভাবে। অনুপম খেরকে শাহরুখ সেই সাক্ষাতকারে বলেছিলেন যে তিনি যখন মুম্বই শহরে এসেছিলেন প্রায়দিনই আধপেটা খেয়ে থাকতেন আর কেরিয়ারের জন্য কঠোর পরিশ্রম করতেন। তখন সেই সময় একবার তিনি জুহু বিচে যান, সেখানে দাঁড়িয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত শাহরুখ আপন মনে বলেছিলেন, ‘‌এই শহর আমাকে অনেক দৌড় করিয়েছে, আমাকে খালি পেট রেখেছে, খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। অনেক কষ্ট পেয়েছি। একদিন এই শহরকে আমি জয় করব।’‌ আজ তিরিশ বছর পর তিনি নিজের কাছে করা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন।

সাধারণ জীবনযাপন করলেও শাহরুখ জানিয়েছেন তিনি অত্যন্ত পরিপাটি হয়ে শুতে পছন্দ করেন। তাঁর রাত পোশাক বলতে শর্টস ও টি-শার্ট। তবে তিনি পারলে সুট-বুট পরেও শুতে রাজি আছেন। এত বছরের কেরিয়ারে বহু ওঠা-নামা দেখেছেন শাহরুখ। আর সেখান থেকে নতুন কিছু শেখার চেষ্টা করেছেন সর্বদা। শাহরুখের সফল হওয়ার মন্ত্র হল কোনও কিছুতে ঘাবড়ে যাবেন না, এগিয়ে চলুন।

(Source: oneindia.com)