‘ওঁরা কারা? বঞ্চিত, গরিব হিন্দু…’, মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

‘ওঁরা কারা? বঞ্চিত, গরিব হিন্দু…’, মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

এবার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বিরোধীদের দিকে তোপ দাগেন ওয়াকফ আইন বিরোধিতা ইস্যুতে। তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের প্রসঙ্গ তোলেন। যোগী বলেন,’ তিন জন হিন্দুকে ঘর থেকে বের করে হত্যা করা হয়েছে।’

লখনউতে ‘বাবা সাহেব ভিমরাও আম্বেদকর সম্মান সমারোহ’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি মুর্শিদাবাদ ইস্যুতে মুখ খোলেন। যোগী বলেন,’হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন পশ্চিম বাংলায়, মুর্শিদাবাদে ৩ হিন্দুর নির্মম হত্যা হয়েছে। ঘর থেকে বের করে হত্যা করা হয়েছে। এরা সকলেই সেই বঞ্চিত, গরিব হিন্দু। যাদের এই জমির সর্বাধিক লাভ পাওয়ার কথা। এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দলিত মানুষও বাড়ি পাবেন। ফ্ল্যাট পাবেন। তাঁদের জীবনও উন্নত হবে।’ তিনি এরই সঙ্গে বলেন,’ ওঁদের (বিরোধীদের) ভয় আছে.. যদি গরিবরা উঁচু বাড়ি পান, তাহলে তাঁদের ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। বিভ্রান্ত করার রাজনীতিই তো শেষ হয়ে যাবে।’ এইভাবেই বিরোধীদের দিকে তোপ দেগেছেন যোগী আদিত্যনাথ। তিনি বাংলাদেশ প্রসঙ্গেও মুখ খোলেন। যোগী বলেন,’ বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন তাঁরাও দলিত। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কখনও এই নিয়ে আওয়াজ তোলেনি।’ এদিকে, ওয়াকফ ইস্যুতে যোগীর দাবি, সংশোধিত ওয়াকফ আইন তৈরির পর থেকেই হিংসাত্মক কাজে উস্কানি দেওয়া হচ্ছে।

এদিকে, যোগী আদিত্যনাথের বক্তব্যের পর তৃণমূলের তরফে কুণাল ঘোষ ক্ষোভের সুর তুঙ্গে রাখেন। পশ্চিমবঙ্গ ‘সব ধর্ম সুরক্ষিত’ বলে দাবি করেন কুণাল ঘোষ। তিনি বলেন, এখানে ‘যাঁর যা ধর্ম আছে, সবাই নিজের ধর্ম নিয়ে সসম্মানে থাকতে পারেন।বিজেপি এই পরিবেশ, পরিস্থিতি নষ্ট করতে চাইছে।’ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ। সেখানের সুতি এলাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। তবে রবিবার সন্ধ্যার পর থেকে কোনও নতুন অশান্তির খবর আসেনি। এদিকে, সোশ্যাল মিডিয়া পোস্টে সব ধর্মের মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আবেদন,’সব ধর্মের মানুষের কাছে আমার আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন।’

(Feed Source: hindustantimes.com)