
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর আগুনে পুড়ে ছাই গোটা বাজি কারখানা ও তার আসপাশের বাড়িঘর। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ২ মহিলা-সহ ৮ জনের। আহত বহু। রবিবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় কৈলাসা শহরের ওই বাজি কারখানায় আগুনে লেগে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যায়। তাতেই প্রাণ হারান ওই ৮ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের।
পুলিস সূত্রে খবর নিহতদের অধিকাংশ পূর্ব গোদাবরী জেলার সামারলাকোটার বাসিন্দা। অন্ধ্রপ্রদেশের বিয়ের মরসুম চলে এসেছে। ফলে অধিকাংশ বাজি কারখানায় বাজি তৈরির অর্ডারের চাপ রয়েছে। সেই চাপের কথা মাথায় রেখেই এইসময় অধিকাংশ বাজি কারখানা অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে থাকে। ওই বাজি কারখানায় তৈরি হত রকেট বাজি।
আগুন লেগে বাজিতে এতটাই জোরাল বিস্ফোরণ ঘটে যে কারখানার দেওয়ার ভেঙে যায়। খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে পড়ে পুলিস। ঘটনার পরপরই আহতদের স্থানীয় নরসিপট্টানম হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক শোকবার্তায় রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাজি কারখানার আগুন ও বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আহতদের চিকিত্সা দিতে নির্দেশ দিয়েছেন।
ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্র বিধানসভার স্পিকার আয়ানাপাট্রুডু। তিনি বলেন, যাদের পরিবারের মানুষজনের মৃত্যু হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। যারা আহত হয়েছেন তাদের সুচিকিত্সা দেওয়া হচ্ছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত হবে।
(Feed Source: zeenews.com)