World’s Best Airports 2025: এই বিমানবন্দর জিতে নিল বিশ্বের সেরা বিমানবন্দর ২০২৫-এর খেতাব, সেরার তালিকায় ভারতের কোন বিমানবন্দর স্থান পেল? জেনে নিন বিশদে

World’s Best Airports 2025: এই বিমানবন্দর জিতে নিল বিশ্বের সেরা বিমানবন্দর ২০২৫-এর খেতাব, সেরার তালিকায় ভারতের কোন বিমানবন্দর স্থান পেল? জেনে নিন বিশদে

চাঙ্গি আসলে নিজেই নিজের তুলনা। যেখানে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আর্লি চেক-ইনের ব্যবস্থা চালু করা হয়েছে। আসলে উড়ান ধরার ৪৮ ঘণ্টা আগে নিজেদের মালপত্র বা ব্যাগপত্র ড্রপ করতে পারেন যাত্রীরা। এতে বিমানবন্দরে ঘুরে বেরিয়েও ছুটির মজা উপভোগ করতে পারেন তাঁরা।

বেশিরভাগ ভ্রমণার্থীই ঘুরে বেড়ান ১০-তলা জ্যুয়েল শপিং কমপ্লেক্সে। ২০২৪ সালে যা আকর্ষণ করতে পেরেছে ৮০ মিলিয়ন মানুষকে। শুধু তা-ই নয়, বিমানবন্দরে রয়েছে একাধিক ইন্ডোর গার্ডেন। এর মধ্যে রয়েছে বাটারফ্লাই স্যাংচুয়ারি। শুধু তা-ই নয়, এই বিমানবন্দরের অন্যতম আকর্ষণ হল রেন ভর্টেক্স — এটি একটি ১৩০ ফুট (৪০ মিটার) ইন্ডোর ওয়াটারফল। আর বিশ্বে এটাই সবথেকে বড় ইন্ডোর ওয়াটারফল।

Singapore Changi Airport

শপিং কিংবা প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয়, এই বিমানবন্দরে রয়েছে একাধিক স্পা, হোটেল, আর্ট ডিসপ্লে, একটি জাদুঘর, একটি মুভি থিয়েটার। এমনকী এখানে রয়েছে একটি ডাইনোসর থিমের বিনোদন পার্কও।

দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর তিন বার বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা ধরে রেখেছিল। তবে চলতি বছর তা পিছলে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। শুধু তা-ই নয়, এই বিমানবন্দর আবার বিশ্বের সেরা বিমানবন্দর শপিং এবং পশ্চিম এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা লাভ করেছে। বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে টোকিওর হানিডা বিমানবন্দর। এর পাশাপাশি এই বিমানবন্দর বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন বিমানবন্দর (মেজর এয়ারপোর্ট), বিশ্বের সেরা ডোমেস্টিক বিমানবন্দরের তকমাও পেয়েছে।

Hamad International Airport, Doha

Hamad International Airport, Doha

ভারতের বিমানবন্দর:

যদিও বিশ্বের সেরা কুড়ির তালিকায় জায়গা করে নিতে পারেনি ভারতের কোনও বিমানবন্দর। ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা পেয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। এর পাশাপাশি বেস্ট এয়ারপোর্ট স্টাফ সার্ভিস ইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার তকমা পেয়েছে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

আবার ভারত ও দক্ষিণ এশিয়ার বেস্ট রিজিওনাল এয়ারপোর্টের খেতাব জিতেছে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সঙ্গে ৫০ লক্ষ যাত্রীর ক্যাটাগরির আওতায় সেরা বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেল গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর।

সেরা কুড়ির তালিকা:

১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দোহা

৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, হানেদা

৪. ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

৫. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

৬. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর

৭. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর

৮. রোম-ফিউমিচিনো বিমানবন্দর

৯. মিউনিখ বিমানবন্দর

১০. জুরিখ বিমানবন্দর

১১. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

১২. হেলসিঙ্কি বিমানবন্দর

১৩. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর

১৪. ইস্তানবুল বিমানবন্দর

১৫. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর

১৬. মেলবোর্ন বিমানবন্দর

১৭. চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

১৮. কোপেনহাগেন বিমানবন্দর

১৯. অ্যামস্টারডাম স্কিপোল বিমানবন্দর

২০. বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর