নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা করিশ্মা কাপুর। পর্দায় এই অভিনেত্রী আর গোবিন্দার রোম্যান্স দর্শকমনে এখনো সাড়া জাগায়। ৪৮ বছরেও এই অভিনেত্রীর আবেদন এক বিন্দুও কমেনি। শনিবার, ২৫ জুন করিশ্মা তাঁর জন্মদিন পালন করছেন। অভিনেত্রীর ডাকনাম লোলো এবং তিনি বলিউডেও এই নামেই পরিচিত কাছের মানুষদের কাছে। কিন্তু জানেন কি তাঁর নাম কেন লোলো রাখা হয়েছিল।
করিশ্মা কাপুর ইন্ডিয়ান আইডল ১২ রিয়্যালিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন। সেই সময় শোতে তাঁর বাবা ও অভিনেতা রণধীর কাপুরও উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন যে কেন করিশ্মার নাম লোলো রাখা হয়। রণধীর কাপুর জানান যে তাঁর প্রিয় অভিনেত্রী ছিলেন জীনা লোলোব্রিগিডা। সেই কারণের জন্য তিনি তাঁর বড় মেয়ের নাম রাখেন লোলো।
বলিউড থেকে দূরে থাকলেও এই বয়সেও করিশ্মা কাপুর তাঁর গ্ল্যামার ধরে রেখেছেন। প্রায়ই তাঁকে করিনা ও সইফের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর গ্ল্যামরস হট ছবি রীতিমতো ভাইরাল হয়। ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করে নেন করিশ্মা। ২০১৪ সালে এই জুটির বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তানও রয়েছে, যারা এখন মা করিশ্মার সঙ্গেই থাকেন।
এখন আর সেভাবে অভিনয় করেন না। আপাতত করিশ্মার হাতে আছে ‘ব্রাউন’ ওয়েব সিরিজের কাজ। শেষবার ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল করিশ্মাকে। তবে রিয়্যালিটি শো, ফ্যাশন শো-তে অংশ নেন তিনি। সম্প্রতি মেয়েকে নিয়ে কলকাতায় ঘুরে গিয়েছেন করিশ্মা কাপুর।
(Source: oneindia.com)