শূন্যপদ কোথায় কত
বিভিন্ন ক্ষেত্রে এই শূন্যপদ রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ১০৩, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ৪২, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার ৩০, সিভিল ইঞ্জিনিয়ার ২৫, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ৭, ইনফর্মেশন সিস্টেম অফিসার ৫, সেফটি অফিসার (উত্তর প্রদেশ) ৬, সেফটি অফিসার (তামিলনাড়ু) ১, সেফটি অফিসার (কেরল) ৫, সেফটি অফিসার (গোয়া) ১, ফায়ার অ্যান্ড সেফটি অফিসার ২, কোয়ালিটি কন্ট্রোল অফিসা ২৭, ব্লেন্ডিং অফিসার ৫, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ১৫, এইচআর অফিসার ৮, ওয়েলফেয়ার অফিসার (বিকাশরিফাইনারি) ১, ওয়েলফেয়ার অফিসার (মুম্বই রিফাইনারি) ১, ল অফিসার ৫, ল অফিসার-আইচআর ২, ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার (ইলেকট্রিক্যাল) ৩।
বয়সসীমা
ইঞ্জিনিয়ারদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর, সেফটি অফিসার পদে ২৭ বছর এবং ল অফিসার পদে ২৬ বছর। ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদের জন্য ৩৪-৩৭ বছর। এই বয়সের হিসেব ২০২২-র ২২ জুলাইয়ের নিরিখে হতে হবে।
তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা
- ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইনফর্মেশন সিস্টেম অফিসারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কিংবা আইটিতে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- তবে সেফটি অফিসারদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সেভটিতে ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও তাঁরা যে রাজ্যের
- শূন্যপদের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের ভাষা জানতে হবে।
ল অফিসারদের ক্ষেত্রে ল গ্র্যাজুয়েট এবং ম্যানেজার কিংবা সিনিয়র ম্যানেজারদের ক্ষেত্রে নির্দিষ্টি বিভাগে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স।
আবেদনের ফি
আবেদনের ফি হিসেবে ১১৮০ টাকা, সঙ্গে দিতে হবে পেমেন্ট গেটওয়ে চার্জ। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
আবেদনের ফি জমা দেওয়া হলে, সেই ট্রানজ্যাকশনের একটি ই-রিসিট পাোয়া যাবে। তার প্রিন্টআউট করে রাখতে হবে। এক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের কোনও ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি
https://www.hindustanpetroleum.com/-এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীরবৈঠ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রত্যেক
আবেদনকারীকে ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.hindustanpetroleum.com/images/pdf/Recruitment_of_Officers_2022_English.pdf
(Source: oneindia.com)