স্ত্রী, সন্তানের আর্তচিৎকার! কাশ্মীরে পরিবারের সামনেই গুলিতে ঝাঁঝরা গোয়েন্দা…লুটিয়ে পড়লেন সদ্যবিবাহিত নৌসেনা অফিসারও

স্ত্রী, সন্তানের আর্তচিৎকার! কাশ্মীরে পরিবারের সামনেই গুলিতে ঝাঁঝরা গোয়েন্দা…লুটিয়ে পড়লেন সদ্যবিবাহিত নৌসেনা অফিসারও

Jammu And Kashmir Pahelgam Terror Attack: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত পর্যটকদের সংখ্যা ২৮। নিহতদের মধ্যে কলকাতার বিতান অধিকারী, নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং গোয়েন্দা কর্মকর্তা মানীশ রঞ্জন রয়েছেন। বাড়ছে মৃত্যুমিছিল।

জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা নিহত হয়েছেন। (Image: PTI)

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত পর্যটকদের সংখ্যা বেড়ে ২৮। তাঁদের মধ্যে কলকাতার যুবক বিতান অধিকারীর নাম ইতিমধ্যেই জানা গিয়েছে। এর পর মৃতের তালিকায় জুড়ল এক গোয়েন্দা এবং এক নৌসেনা অফিসারের নাম। জানা গিয়েছে, জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা নিহত হয়েছেন। ভারতীয় নৌবাহিনীর ২৬ বছরের লেফটেন্যান্ট বিনয় নারওয়াল কোচিতে পোস্টেড ছিলেন। ১৬ এপ্রিল সদ্য বিবাহিত জীবন শুরু করেছিলেন। তিনি হরিয়ানার বাসিন্দা, ছুটি কাটাতে এসেছিলেন ভূস্বর্গ ভ্রমণে। আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন।

অন্যদিকে, হায়দরাবাদে পোস্টেড ছিলেন এক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, মনীশ রঞ্জন। পহেলগামে পরিবারের সঙ্গে ছুটিতে যাওয়ার সময় হামলায় নিহত হন। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। স্ত্রী, সন্তানদের সামনেই তাঁকে গুলি করা হয়। মনীশ রঞ্জন গত দুই বছর ধরে গোয়েন্দা বিভাগের হায়দরাবাদ অফিসে মন্ত্রণালয়ের বিভাগে কাজ করছিলেন বলে জানা যায়।