Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি

Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি

গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিভিন্ন দেশের প্রায় একশো জন জঙ্গি একত্রিত হন বলে খবর৷ হামাসের পাঁচ জন শীর্ষ নেতা ওই সম্মেলনে উপস্থিত হন৷

পুলওয়ামার পর ফের বড়সড় হামলার কাশ্মীরে৷ ফাইল ছবি

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পিছনে কি হামাস যোগ? প্রাথমিক ভাবে এমনই সন্দেহ করছেন নিরাপত্তা এজেন্সির শীর্ষ কর্তারা৷ কারণ পহেলগাঁওয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, ২০২৩ সালে ঠিক একই কায়দায় ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা৷