বাংলাদেশঃ উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২! জারি নতুন নির্দেশ

বাংলাদেশঃ  উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২! জারি নতুন নির্দেশ

#ঢাকা: পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের৷ রবিবার রাতের এই দুর্ঘটনার পরই পদ্মা সেতুর উপরে বাইক চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন৷

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নিহত দুই যুবকের নাম মহম্মদ আলমগির হোসেন এবং মহম্মদ ফজলু৷ পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই তার উপর দিয়ে যাওয়ার জন্য প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমান৷ রবিবার রাতে ওই দুই যুবকও পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় ভিডিও করছিলেন৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো যায়নি৷

ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার থেকে যান চলাচল শুরু হয়৷ ভোর ছ’টায় সেতুর গেট খোলার আগেই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়৷ প্রচুর উৎসাহী মানুষও সেতুর উপরে ছবি তুলতে ভিড় জমান৷ অনেকেই প্রশাসনের জারি করা বিধি নিষেধও লঙ্ঘন করেন৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

কিন্তু উদ্বোধনের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পদ্মা সেতু৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সেতুর উপরে পড়ে রয়েছেন দুই যুবক৷ এই ঘটনা থেেক শিক্ষা নিয়ে তড়িঘড়ি সেতুর উপর দিয়ে বাইক, স্কুটারের মতো দু’ চাকার যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়৷

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)