কোহলির সেরা ছন্দ ফিরে আসছে! ভক্তদের আশ্বস্ত করলেন সেহওয়াগ

কোহলির সেরা ছন্দ ফিরে আসছে! ভক্তদের আশ্বস্ত করলেন সেহওয়াগ

#নয়াদিল্লি: ইংল্যান্ডে পৌঁছানোর পর থেকে বিরাট কোহলির ভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়েছিল। তবে মালদ্বীপ থেকে ফেরার পর ডাক্তার দেখিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন বিলেতে। লেস্টার দলের বিরুদ্ধে বেশ ভাল খেলেন বিরাট। প্রথম ইনিংসে ৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৭। সবচেয়ে বড় কথা পায়ের মুভমেন্ট এবং টাইমিং ঠিকঠাক হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। বীরেন্দ্র সেহওয়াগ যা দেখে অত্যন্ত খুশি।

তিনি জানিয়েছেন ইংল্যান্ডে রান করা পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার থেকেও ইংল্যান্ডের পিচে মানিয়ে নেওয়া বেশি কঠিন ব্যাটসম্যানদের পক্ষে। সেখানে দীর্ঘদিন ফর্মের বাইরে থাকা বিরাট কোহলি যেভাবে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন এবং রান করেছেন সেটা তারিফ করার মতো।

বীরু মনে করেন সঠিক সময় পিক আপ নিচে বিরাট কোহলির ব্যাট। এই মেজাজেই তাকে দেখতে চায় ভারত। সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি গর্বিত বিরাট কোহলির কৃতিত্বে। তিনি মনে করেন যে সমালোচনা এতদিন হজম করতে হচ্ছিল বিরাটকে তাতে অন্যায় কিছু ছিল না।

একজন পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ারে সমালোচনা না সহ্য করলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সেই সমালোচনা পেছনে ফেলে সেই ক্রিকেটার কিভাবে কামব্যাক করল, সেটাই আসল। সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের মত ক্রিকেটারদের জীবনে বহুবার খারাপ ফর্ম এসেছে। কিন্তু তারা কাটিয়ে উঠেছেন।

বিরাট কোহলি সেই জাতের ক্রিকেটার। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগে কোহলির রান পাওয়া ভারতের জন্য ভাল ইঙ্গিত বলছেন বীরু।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)