শূন্যপদ, কোথায় কত
৪০০ টির মধ্যে ১৬৩ টি পদ অসংরক্ষিত, এছাড়া অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য ৪০টি, ওবিসি এনসিএল ১০৮, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ৫৯ ও ৩০ টি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪ টি আসন সংরক্ষিত।
যোগ্যতা
বিজ্ঞান শাখায় পদার্থবিদ্যা ও অঙ্ক নিয়ে পূর্ণ সময়ের তিন বছরের বিএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং-এ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি (পদার্থবিদ্যা ও অঙ্ক কোনও এক সেমেস্টারে থাকতে হবে)। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।
বয়সসীমা
২০২২-এর ১৪ জুলাইয়ের নিরিখে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর গতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন
৪০ হাজার টাকা থেকে ১৪০, ০০০ টাকা।
আবেদনের পদ্ধতি
https://www.aai.aero/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার শেষ দিন ১৪ জুলাই।
অনলাইনে আবেদন করতে https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77651//Instruction.html-এ ক্লিক করুন।
তবে আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113832169524088097941.pdf