এয়ারপোর্ট অথরিটিতে কয়েকশো জুনিয়ার এগজিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি! সুযোগ বিজ্ঞানের স্নাতকদের

এয়ারপোর্ট অথরিটিতে কয়েকশো জুনিয়ার এগজিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি!  সুযোগ বিজ্ঞানের স্নাতকদের

শূন্যপদ, কোথায় কত

৪০০ টির মধ্যে ১৬৩ টি পদ অসংরক্ষিত, এছাড়া অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য ৪০টি, ওবিসি এনসিএল ১০৮, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য যথাক্রমে ৫৯ ও ৩০ টি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪ টি আসন সংরক্ষিত।

যোগ্যতা

বিজ্ঞান শাখায় পদার্থবিদ্যা ও অঙ্ক নিয়ে পূর্ণ সময়ের তিন বছরের বিএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং-এ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি (পদার্থবিদ্যা ও অঙ্ক কোনও এক সেমেস্টারে থাকতে হবে)। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

২০২২-এর ১৪ জুলাইয়ের নিরিখে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর গতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

বেতন

৪০ হাজার টাকা থেকে ১৪০, ০০০ টাকা।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.aai.aero/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার শেষ দিন ১৪ জুলাই।
অনলাইনে আবেদন করতে https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77651//Instruction.html-এ ক্লিক করুন।
তবে আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113832169524088097941.pdf