Kolkata Auto: সব অটোর রং হতে চলেছে নীল-সাদা, পরিবহণ দফতর সূত্রে খবর

Kolkata Auto: সব অটোর রং হতে চলেছে নীল-সাদা, পরিবহণ দফতর সূত্রে খবর

‌এবার থেকে কলকাতা শহর ও শহরতলির সব অটোর রং হতে চলেছে নীল–সাদা। খুব তাড়াতাড়ি পরিবহণ দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি হতে চলেছে। সূত্রের খবর, চলতি বছর শেষ হতে না হতেই এই নির্দেশ কার্যকর হতে পারে।

এই প্রসঙ্গে পরিবহণ দফতরের এক কর্তা জানান, ‘‌আপাতত সবকিছুই পরিকল্পনা স্তরে রয়েছে। তবে চলতি বছরের শেষে এই নির্দেশ পুরোপুরি কার্যকর করা হতে পারে।’‌ কিন্তু এই রং বদলের ভাবনা কেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর প্রিয় রং নীল–সাদা। সেই কারণেই কি অটোর রঙে পরিবর্তন আনা হচ্ছে। রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন প্রশাসনিক ভবন, সেতুর রং নীল–সাদা হয়ে গিয়েছে। এবার কী তাহলে রং বদলের ছোঁয়া লাগবে অটোর গায়েও।

ইতিমধ্যে জানা যাচ্ছে, যাত্রীদের তরফে অটোর ওপর নির্দিষ্ট কিছু বিধি নিষেধ জারি করার দাবি উঠছে। সেই দাবি মতো শহর ও শহরতলির অটোর জন্য নতুন কিছু বিধিনিষেধ চালু করার কথা ভাবনাচিন্তা শুরু করেছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে নতুন নির্দেশিকাও জারি করতে চলেছে পরিবহণ দফতর। উল্লেখ্য, এখন শহর ও শহরতলি এলাকায় সব অটোর রং রয়েছে হলুদ–সবুজ।

(Source: hindustantimes.com)