Bangladesh Cricket Board বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ফারুখ আহমেদ, নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল. ৮ ডিরেক্টরের অনাস্থা প্রস্তাবে ফারুখের গদি উল্টে যায়.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল
ঢাকা: বাংলাদেশে সরকার বদলের হাওয়া! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ফারুখ আহমেদ। গত বছর ২১ অগাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন ফারুখ৷ ফারুখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ ডিরেক্টর।
আর তাতেই ফারুখের গদি উল্টে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের সঙ্গে যোগাযোগ রেখেছিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। আইসিসিতে কর্মরত ছিলেন আমিনুল ইসলাম।
মন্ত্রনালয়ের সবুজ সংকেত পেতেই আইসিসির চাকরি ছাড়েন আমিনুল ইসলাম উল্লেখ্য, গত বছর হাসিনা সরকারের পতনের পর বিসিবি প্রেসিডেন্ট পদ থেকে নাজমুল হাসান পাপনকে সরানো হয়েছিল। সে সময়েই ক্ষমতায় এসেছিলেন ফারুখ আহমেদ৷
(Feed Source: news18.com)