News
oi-Moumita Bhattacharyya
সোমবারই সুখবর জানিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বি-টাউনের এই দম্পতি তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এ বছরের এপ্রিলেই আলিয়া ও রণবীর খুব ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন মুম্বইয়ের বান্দ্রাতে। বিয়ের দু’মাসের মাথায় আরও একটি ‘গুড নিউজ’ পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছসিত বি-টাউনের অন্যান্য তারকারা।
সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন আলিয়া ভাট। হাসপাতালে সোনোগ্রাফি করার সময় ছবিটি শেয়ার করেছেন আলিয়া। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর। পোস্টের ক্যাপশনে আলিয়া লিখেছেন শীঘ্রই তাঁদের সন্তান আসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট হতেই বি-টাউনের তারকাদের শুভেচ্ছা বার্তা শুরু হয়ে যায়। এই সব অভিনন্দন-শুভেচ্ছা বার্তার মধ্যেই কন্ডোম ব্র্যান্ড আলিয়ার মা হওয়ার খবরটিকে একটু মজার ছলে পেশ করে হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। কন্ডোমের এই ব্র্যান্ডটি মঙ্গলবার সকালে মন্তব্য করে লিখেছেন, ‘মেহমিল মে তেরি...হাম তো ক্লিয়ারলি নেহি থে’। এরপর এই দম্পতিকে তারা শুভেচ্ছাও জানিয়েছেন। এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘জোমো ইস রিয়্যাল।’
গত ১৪ এপ্রিল মুম্বইয়ে রণবীর কাপুরের বান্দ্রার ফ্ল্যাটে খুবই ব্যক্তিগতভাবে এই বিয়ে সারেন রণবীর ও আলিয়া ভাট। এই বিয়েতে শুধুমাত্র তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের আগে এই জুটি বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন। বিয়ের পর আলিয়া ও রণবীর রাজকীয় রিসেপশন পার্টির আয়োজন করেন যেখানে বলিউডের অধিকাংশ তারকাদের দেখা গিয়েছে।
কাজের দিক থেকে আলিয়া ও রণবীর উভয়ই ব্যস্ত রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার নিয়ে, যা এই বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে। এছাড়াও আলিয়ার হাতে রয়েছে হলিউড প্রজেক্ট ও করণ জোহরের রকি অউর রানী কি প্রেম কাহানি, যেখানে তিনি রণবীরের বিপরীতে রয়েছেন। এটা ছাড়াও আলিয়ার নিজস্ব প্রজেক্ট ডার্লিংও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, সামশেরা-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রণবীর কাপুর।