মুখ্যমন্ত্রী রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন, তোপ সুকা‌ন্তের

মুখ্যমন্ত্রী রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন, তোপ সুকা‌ন্তের

মুখ্যমন্ত্রী রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন। এমনই অভিযোগ আনলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী আগুন নিয়ে খেলছেন। সেই আগুনে তাঁরই হাত পুড়বে।

এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘‌মুখ্যমন্ত্রী বিরোধী দলের প্রতি সাধারণ মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ করার দিন হিসাবে উল্লেখ করেছেন। জেহাদ শব্দটি ব্যবহার করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়ার জন্য হেট স্পিচ দিয়েছেন। তার এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা। আগামীদিনে যদি কোনও বিজেপির পার্টি অফিসে হামলা হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক বক্তব্য দায়ী থাকবে।’‌ তিনি জানান, ‘‌মুখ্যমন্ত্রী যাদের দুধেল গাই বলেন, তাদের নিয়ে রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী আগুন নিয়ে খেলছেন। এই আগুনে তাঁরই ঘর পুড়বে।’‌

এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন সুকান্ত। তাঁর প্রশ্ন, ‘‌মুখ্যমন্ত্রী মতো টেলেন্টেড মহিলা থাকা সত্ত্বেও খুন হচ্ছে কেন পশ্চিমবঙ্গে?‌ তিনি তো মুখ দেখেই কে মাওবাদী, কে সন্ত্রাসবাদী ধরে ফেলতে পারেন। তাহলে তাঁর পুলিশ কেন ওনার সাহায্য নিয়ে এই খুনখারাপিগুলিকে আটকাতে পারছেন না?‌’‌