নিজস্ব প্রতিবেদন: চলতি উইম্বলডনে (Wimbledon 2022) সম্মানিত হলেন বিজয় অমৃতরাজ (Vijay Amritraj)। আর তাঁর হাত ধরে ফের একবার সম্মানিত হল ভারত (India)। বিশ্ব টেনিসে (World Tennis) অবদানের জন্য তাঁকে মঙ্গলবার সম্মানিত করল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF)। এ দিন একটি অনুষ্ঠানে লন্ডনে গোল্ডেন অ্যাচিভমেন্ট পুরস্কার (Golden Achievement Award) দেওয়া হল তাঁকে।
সম্মানিত হয়ে স্বভাবতই খুশি অমৃতরাজ। তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ‘হল অব ফেম’-এর তরফে এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। অবিশ্বাস্য লাগছে। আমার জীবনযাত্রা এমন একটা খেলাকে ঘিরে, যেটাকে আমি সব সময় ভালবেসেছি। এই সম্মান আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক ভারতবাসীর তরফে পুরস্কার গ্রহণ করলাম।” পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, “আশা করব আমার এই প্রচেষ্টা ভারতের অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। ওরাও বিশ্ব মঞ্চে ভারতের টেনিসকে তুলে ধরবে।”
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হল অব ফেমের সিইও টড মার্টিন বলেছেন, “ওঁর টেনিসের প্রতি আবেগ এবং ভালবাসা খেলার উন্নতির ক্ষেত্রে তফাৎ গড়ে দিয়েছে। এক দিকে খেলাটার প্রসার ঘটিয়েছেন, অন্য দিকে যাঁদের প্রয়োজন তাঁদের সাহায্য করেছেন। তাই বিজয় অমৃতরাজ হলেন এই সম্মান পাওয়ার সেরা ব্যক্তি।”
গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের সেমি ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। তবে উইম্বলডন এবংযুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে পৌঁছেছিলেন দু’বার করে। ডাবলসে অবশ্য এক বার উইম্বলডনের শেষ চারে পৌঁছেছিলেন তিনি। তবুও ভারতীয় তথা বিশ্ব টেনিসে তাঁর কীর্তির জন্য এহেন অমৃতরাজকেই সম্মানিত করা হল।
(Source: zeenews.com)