
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের ৪ রাজ্যের ৫ বিধানসভার উপ নির্বাচনে নজর কাড়তে পারল না বিজেপি। কালীগঞ্জে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, গোটাদেশের ৫ আসনের মধ্যে মাত্র একটি তুলে নিতে পেরেছে গেরুয়া শিবির।
উপ নির্বাচনে ভোট নেওয়া হয়েছিল গুজরাতের বিসবদার ও কাদি, পঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট, কেরালার নিলামবুর, পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে। এই ভোটে চমকে দেওয়ার মতো ফল করেছে আম আদমি পার্টি। তাদের দখলে গিয়েছে ২টি আসন। অন্যদিকে, কংগ্রেস সমর্থিত ইউডিএফ, তৃণমূল কংগ্রেস ও বিজেপি একটি করে আসন পেয়েছে। বাংলায় প্রেস্টিজ ফাইটে কালীগঞ্জ আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি লড়াই করেছিলেন তাঁরা বাবা নাসিরউদ্দিন আহমেদের ছেড়ে যাওয়া আসনে। বাবার থেকেও বেশি ভোট পেয়েছেন আলিফা।
গুজরাতের বিসাবদার আসনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী গোপাল ইটালিয়া। তিনি জিতেছেন ১৭,৫৫৪ ভোটে। আম আদমি পার্টির প্রদেশ সভাপতি ও পরিচিতি পাতিদার নেতা গোপাল হারিয়েছেন বিজেপির কীর্তি প্যাটেলকে। ওই আসনে আপ বিধায়ক ভূপেন্দ্র ভানিয়া দল ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন। ওই আসনে লড়াই করেই বড় জয় পেলেন গোপাল।
পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে জয়ী হয়েছেন আপ প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি জিতেছেন ১০,৬৩৭ ভোটে। ওই আসনে বিধায়ক গুরপ্রীত বাস্সি গোগীর মৃত্যু হয়। ওই আসনেই জয়ী হয়ে দলকে শক্তি যোগালেন গুরপ্রীত। এবার উপ নির্বাচনে আপকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি রাজনৈতিক মহলে। কিন্তু আপ দেখিয়ে দিল পঞ্জাব তো বটেই, গুজরাতের মতো রাজ্যেও তারা বেঁচে রয়েছে।
কেরালার নিলামবুর আসনে জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিত ইউডিএফ প্রার্থী আরয়াদান মহম্মদ। এই আসনে এবার লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। ভোট পড়েছিল ৭৫.২৭ শতাংশ। এই আসনটি ওয়েনাড় লোকসভা আসনের মধ্যে পড়ে। ফলে এই আসনের লড়াই কংগ্রেসের কাছে ছিল এক প্রেস্টিজ ফাইট। ২০২৬ সালেই বিধানসভা ভোট হচ্ছে কেরালায়। তার আগে বামেদের এই হারকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গুজারাতের মেহসনা জেলার কাদি আসনে শক্তিশালী ছিল বিজেপি। তারা এবার আসনটি ধরে রাখতে পেরেছে। তবে বিসবদার আসনে হার বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গোট দেশে ৫ উপ নির্বাচনেই প্রার্থী দিয়েছিল বিজেপি। তার মধ্য়ে একটি আসনেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। গোটা দেশেই ইন্ডিয়া ব্লকের আওতায় থাকা দলগুলির কাছে ধাক্কা খেয়েছে বিজেপি।
কালীগঞ্জ আসনে বিজেপি প্রার্থী আশিষ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছেন ৪৯৭৫৫ ভোটে। ওই জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমাজের সব শ্রেণির মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। এর জন্য তাদের কৃতজ্ঞতা জানাই।
(Feed Source: zeenews.com)
