Three Language Policy: বিতর্কের মুখে নির্দেশিকা প্রত্যাহার মহারাষ্ট্র সরকারের! ক্লাস-১ থেকেই বাধ্যতামূলক নয় হিন্দি

Three Language Policy: বিতর্কের মুখে নির্দেশিকা প্রত্যাহার মহারাষ্ট্র সরকারের! ক্লাস-১ থেকেই বাধ্যতামূলক নয় হিন্দি

Three Language Policy: তৃতীয় ভাষা নিয়ে শোরগোল মহারাষ্ট্রতে। মহারাষ্ট্রের প্রাথমিক স্কুলগুলিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করা নিয়ে জোর বিতর্কের সূত্রপাত ঘটেছে।

মুম্বইঃ তৃতীয় ভাষা নিয়ে শোরগোল মহারাষ্ট্রতে। মহারাষ্ট্রের প্রাথমিক স্কুলগুলিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করা নিয়ে জোর বিতর্কের সূত্রপাত ঘটেছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি মেনে প্রাথমিক শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করেছে দেবেন্দ্র ফড়নবিশের সরকার।