সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে, চলবে কতদিন?

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে, চলবে কতদিন?

আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে ১২ অগাস্ট পর্যন্ত। ২৪ টি কর্মদিবস ব্যাপী এই অধিবেশন চলবে। দেশের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি, রাজনৈতিক দোলাচল সহল বিভিন্ন ইস্যুতে ফের একবার শাসক-বিরোধী সম্মুখ সংঘাত দেখার অপেক্ষায় দেশ।

উল্লেখ্য, এবারের বাদল অধিবেশনে সংসদ পেতে চলেছে নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে। উল্লেখ্য, আসন্ন ১০ অগাস্ট বর্তমান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সময়কাল শেষ হচ্ছে। ফলে ১২ অগাস্ট বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদ নতুন উপরাষ্ট্রপতিকেও পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই আয়োজিত হবে। সেই দিনই শুরু হচ্ছে বাদল অধিবেশন। এদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচন সংগঠিত হবে ৬ অগাস্ট। ‘বাবাকে নিরাপত্তা দেওয়া হয়নি, আমাদের দেওয়া হোক’ উদয়পুরকাণ্ডে সরব কানহাইয়া-পুত্র

উল্লেখ্য়, এবারের বাদল অধিবেশনে ২৫ টি বিল পেশ হতে চলেছে বলে খবর। উল্লেখ্য, এই বিলগুলির মধ্যে রয়েছে মিডিয়েশন বিল, প্রোটেকশন বিল। এছাড়াও অভিভাবক ও বর্ষীয়ান নাগরিকদের কল্যাণ সংক্রান্ত বিল রয়েছে তালিকায়। এছাড়াও অসামাজিক কাজ কর্ম সংক্রান্ত বিলের সংস্কারমূলক বিলও আসতে চলেছে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্তও একটি বিল এবারের সংসদে আসতে আসতে চলেছে।

এদিকে সদ্য মহারাষ্ট্রে সরকারের পতনের ঘটনা বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস এই ইস্যুতে সরব হয়েছে। মনে করা হচ্ছে বাদল অধিবেশনে এই ইস্যুটি পারদ চড়াতে পারে।

(Source: hindustantimes.com)