শুভব্রত মুখার্জি: চলছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) সাংবাদিক সম্মেলন। তার মাঝেই পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে প্রশ্ন করা হয় পাক মিডিয়ার সঙ্গে পাক ক্রিকেটারদের সুসম্পর্কের অভাব নিয়ে। প্রশ্ন শুনে ক্ষনিকের জন্য মেজাজ হারান রামিজ রাজা। এক ধমকে সেই রিপোর্টারকে চুপ করিয়ে দিয়ে তার উত্তর তিনি দিতে থাকেন। সাংবাদিকের তরফে রাজাকে প্রশ্ন করা হয় যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার কাজকে জনসমক্ষে তুলে ধরতে মিডিয়াকে ব্যবহার করেছেন। তখন ঠিক কী কারণে পাক ক্রিকেটারদের মিডিয়ার প্রতি অ্যালার্জি রয়েছে?
সাংবাদিক বলেন ‘আপনি খুব ভালোভাবে একটা কথা বলেছেন যে মিডিয়ার সঙ্গে কথা বলা আপনার কাছে সময়ের অপচয় ছাড়া কিছু নয়। আর ঠিক সেই সময়ে মিডিয়া আপনার সামনেই বসে রয়েছে কারণ আপনি যা বলছেন সেই দৃষ্টিভঙ্গিটা তারা জনসমক্ষে তুলে ধরবে বলে। আমি এটা বলছি না (সবাই বলছে) যে আপনিও তো মিডিয়ার সাহায্য নিয়েছেন আপনার কাজকে হাইলাইট করতে। পিসিবি চেয়ারম্যান হওয়ার আগে আপনিই তো বলতেন যে মিডিয়া এবং ক্রিকেটারদের মধ্যে দুইপাক্ষিক যোগাযোগ থাকা উচিত। আপনার আমলেও সেটা হচ্ছে না। ক্রিকেটারদের মিডিয়ার থেকে এমনভাবে লোকানো হচ্ছে যেন আমরা ওদের সবথেকে বড় শক্র।’
স্বাভাবিকভাবেই বিব্রত রাজা উত্তরে জানান ‘শুনুন… আপনার প্রশ্নটা এখানেই শেষ হচ্ছে। আমার পয়েন্ট হল আপনি যদি মহম্মদ ওয়াসিমকে বলেন যে আপনি তো ল্যাপটপ ব্যবহার করতে পারেন না। তাহলে কেন এনেছেন? তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? আমরা একেবারেই জাজমেন্টাল হতে পারি না। প্রথমে আপনারা ভয় দেখিয়ে খেলোয়াড়দের আপনাদের থেকে দূরে ভাগান। তারপর বলবেন ক্রিকেটাররা আমাদের সঙ্গে কথা বলে না। ক্রিকেটাররা কথা বলতে (মিডিয়ার সঙ্গে) গেলে ১০ বার ভাবে। মিডিয়া এবং ক্রিকেটারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনাদেরকেই ওদের আত্মবিশ্বাস জিততে হবে। একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ থাকলে কেন ক্রিকেটাররা কথা বলবেন না?’
(Source: hindustantimes.com)