ফের বাজিমাত ইংল্যান্ডের, রানীর দেশেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আগামী তিনটি ফাইনাল

ফের বাজিমাত ইংল্যান্ডের, রানীর দেশেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আগামী তিনটি ফাইনাল

লন্ডন: গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয়েছিল লর্ডসে। এমনকী এর আগের দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইংল্যান্ডেই আয়োজিত হয়েছিল। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিনটি ফাইনালও আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডে। এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। উল্লেখ্য়, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালটি আয়োজিত হয়েছিল সাদাম্পটনে। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়ে যেখানে চ্যাম্পিয়ন হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালটি হয়েছিল ওভালে। ফের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। তাঁদের হারিয়ে খেতাব জিতে নেয় অজি বাহিনী। আর এবার অস্ট্রেলিয়া রানার্স আপ হয় লর্ডসের ফাইনালে। তাদের হারিয়ে চ্য়াম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

আইসিসির তরফে এটাই জানানো হয়েছে যে তিনটি ফাইনাল যেভাবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এত সফলভাবে আয়োজন করেছে, তাতে আইসিসির বিশ্বাস অর্জন করে নিয়েছে তারা। যদিও প্রত্যেকবার ইংল্যান্ডেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজন নিয়ে প্যাট কামিন্স ও রোহিত শর্মার মত তারকারা আওয়াজ তুলেছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ”আইপিএলের পর কেন প্রতি বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে? এই ম্যাচটা মার্চেও করা যেতে পারে। আমরা কেন শুধু জুন মাসেই ফাইনাল খেলব? ম্যাচটা বছরের যে কোনও সময়, বিশ্বের যে কোনও মাঠে হতে পারে। শুধু ইংল্যান্ডে কেন খেলা হবে। অন্য দেশেও হোক।”

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলেছিলেন রোহিত?
সম্প্রতি এক তথ্য সামনে এসেছে, যা এনেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জাপে। তিনি জানিয়েছেন যে রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে। এক সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় নির্বাচক জানিয়েছেন, ”আমার মনে হয় রোহিতের মধ্য়ে আরও ক্রিকেট বাকি ছিল এই দুই ফর্ম্য়াটের জন্য। অন্তত আরও এক-দু বছর তো অবশ্যই। রান করার খিদেও ছিল ওর মধ্য়ে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই রোহিত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিল। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগও পায়নি ও। পেলে হয়ত ব্যাট হাতে আরও স্বাচ্ছন্দ্যে দেখা যেত তাঁকে।”

(Feed Source: hindustantimes.com)