Snake Bite News: এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!

Snake Bite News: এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!

Snake Bite News: বিহারের পশ্চিম চম্পারণে এক বছরের শিশু গোবিন্দ কুমার দাঁতে কামড়ে মেরে ফেলল একটি জীবন্ত কোবরা সাপ। সাপটি মারা যায়, আর শিশু অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা অবাক হয়ে যান…

এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!

চম্পারণ: এক বছরের শিশুর হাতে কোবরা সাপের মৃত্যু? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে। এই গ্রামের ছোট্ট শিশু গোবিন্দ কুমার খেলার ছলে একটি জীবন্ত কোবরা সাপকে দাঁতে কামড় দিয়ে মেরে ফেলেছে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।