‘বার বার একই ভুল…’, জীবনে কী আফশোস জানালেন সলমন, ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে আত্মসমীক্ষা!

‘বার বার একই ভুল…’, জীবনে কী আফশোস জানালেন সলমন, ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে আত্মসমীক্ষা!

মুম্বই: সিলভার স্ক্রিনে যতই গা গরম করা সংলাপ আওড়ালেও, বাস্তবে তাঁর জীবনে কম ওঠাপড়া নেই। ৬০-এর দোরগোড়ায় পৌঁছে শেষ পর্যন্ত আত্মসমীক্ষায় বসলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তাঁর জীবনেও আফশোস রয়েছে বলে জানালেন। বাবা সেলিম খানের জীবন দর্শন না মেনে ভুল করেছেন বলে মানলেন সলমন। (Salman Khan)

জীবনে কম ঘাত-প্রতিঘাত সহ্য করেননি সলমন। বয়সের সঙ্গে অসুখ-বিসুখও কাবু করেছে তাঁকে। তবে এতকিছুর মধ্যেও আজও হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন তিনি। আর তার মাঝেই আত্মসমীক্ষায় বসলেন অভিনেতা। বিশেষ করে তাঁর জীবনে বাবা সঙ্গে নিজের ব্যক্তিগত সমীকরণ বিশ্লেষণ করতে বসলেন, যা অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিলেন সলমন। (Bollywood News)

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন সলমন। তবে সেই ছবিতে হাসি নেই মুখে। আর সেই ছবির ক্যাপশনেই নিজের আফশোসের কথা তুলে ধরেন সলমন। লেখেন, ‘তোমার বর্তমান অতীত হয়ে যাবে। অতীত আবার পরিণত হবে ভবিষ্যতে। এই বর্তমান জীবনের উপহার, বর্তমানের সঙ্গে সঠিক আচরণ করো। বার বার একই ভুল করলে, তা অভ্য়াসে পরিণত হয়। সেই অভ্য়াস বদলে যায় চরিত্রে। কাউকে দোষারোপ কোরো না। নিজে না চাইলে কেউ তোমাকে দিয়ে কিছু করাতে পারবে না’। 

সলমন আরও লেখেন, ‘এই মাত্র বাবার কাছ থেকে এই কথা শুনলাম। কী দারুণ সত্য! যদি আগেই বাবার কথা শুনতাম, যাই হোক খুব দেরি হয়নি’। অভিনেতা সলমন পরিবারের জনপ্রিয়তায় পরিবারের বাকি সকলে ঢাকা পড়ে গেলেও, বাবা সেলিম বলিউডের অন্যতম সেরা ও নামী চিত্রনাট্যকার। এখন আর ছবির গল্প লেখেন না। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারের দৌলতে তাঁর জীবন দর্শন নিয়ে চর্চা হয় সোশ্যাল মিডিয়াতেও। বাবার সেই জীবন দর্শন অনুসরণ না  করতে পেরে কি তাহলে আফশোস হচ্ছে ছেলের ? প্রশ্ন তুলছেন সলমনের অনুরাগীরা।

সলমনের এই পোস্ট নজর কেড়েছে তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘খুব সুন্দর লিখেছেন’। আর একজন লেখেন, ‘একেবারে খাঁটি কথা। দেরি বলে কিছু হয় না, কিছুতে দেরি হয় না’।

এই মুহূর্তে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নিয়ে ব্যস্ত সলমন। সত্য ঘটনা অবলম্বনে ওই ছবির জন্য বিস্তর খাটছেন অভিনেতা। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। চলতি মাসের শেষে শ্যুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি, আগামী মাস থেকে ফের ‘বিগ বস’ সঞ্চালনা করবেন সলমন।

(Feed Source: abplive.com)