RBI-এর রেপো রেট বৃদ্ধির জের, খারাপ প্রভাব ঋণ গ্রহীতাদের ওপরে! ‘আচ্ছে দিন’ ব্যাঙ্কে টাকা রাখলে

এপ্রিলে মুদ্রানীতি (moneytory policy) ঘোষণার পরেও এদিন আশ্চর্যজনকভাবে অনলাইনে সাংবাদিক সম্মেলন করে আরবিআই (RBI) গভর্নর জানিয়েছেন রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। রেপো রেট (Repo Rate) ৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪.৪০%। এর প্রভাব যেমন একদিকে ইএমআই (EMI) বৃদ্ধির মাধ্যমে ঋণ গ্রহীতাদের ওপরে পড়তে চলেছে, অন্যদিকে যাঁরা ব্যাঙ্কে টাকা ফিক্সড ডিপোজিট (FD) করেন তাঁরা সুবিধা পেতে চলেছেন।

(Source: oneindia.com)