
ওভালে টেস্টের তৃতীয় দিনে ভারত যখন ব্যাট করতে নামে তখন ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। স্কোরবোর্ডে তখন ভারত ২ উইকেট হারিয়ে ১০১। তৃতীয় দিনের শুরু থেকেই স্কোরবোর্ড ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রিজে থাকা দুই ব্যাটার।
ওভাল: ওভালে টেস্টের তৃতীয় দিনে ভারত যখন ব্যাট করতে নামে তখন ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। স্কোরবোর্ডে তখন ভারত ২ উইকেট হারিয়ে ১০১। তৃতীয় দিনের শুরু থেকেই স্কোরবোর্ড ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রিজে থাকা দুই ব্যাটার। কোনও ধরনের ঝুঁকির শট নেননি যশস্বী এবং আকাশদীপ। ৭৪ বলে দুই ব্যাটারের অর্ধশতরানের জুটি সম্পূর্ণ হয়। এর কিছু পরেই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করে ফেলেন বাংলার পেসার আকাশদীপ। কিছুটা ‘ফাটকা’ হিসাবেই দ্বিতীয় দিনের শেষে আকাশদীপকে পাঠিয়েছিলেন কোচ গম্ভীর। আর তার এই ‘তুরুপের তাস’ই ভারতের ব্যাটিং লাইন আপের ভিত মজবুত করে দিল।
